Birbhum News : জেলায় নির্বিঘ্নে টেট পরীক্ষা হলেও বিতর্ক হয়ে দাঁড়াল হাটজানবাজার রেলগেট

Last Updated:

TET 2022 : হাটজান বাজার রেলগেট অনেক পরীক্ষার্থীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি করেছেন

+
টেট

টেট পরীক্ষায় বিতর্ক বাড়ল রেলগেট নিয়ে

মাধব দাস, বীরভূম : রবিবার শেষ হল ২০২২ সালের টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় এদিন বিভিন্ন জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা নজরে এলেও বীরভূমে সুষ্ঠুভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে বলে দাবি কড়েছেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। এদিন তিনি পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হওয়ার দাবি করলেও হাটজান বাজার রেলগেট অনেক পরীক্ষার্থীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি করেছেন।
প্রলয় নায়েক জানান, ৯০.৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবেই হয়েছে পরীক্ষা। তবে সকাল ১০:০১ মিনিট থেকে প্রায় ২৫ মিনিট কোন কারণ ছাড়াই হাটজানবাজারের রেলগেট পড়েছিল। তার দাবি এই সময়ের মধ্যে কোনরকম ট্রেন চলাচল না করলেও অজানা কারণে রেলগেট পড়ে থাকার পর ফের রেলগেট তুলে দেওয়া হয়। এর ফলে পরীক্ষার্থীদের বেশ কয়েকজনকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
advertisement
আরও পড়ুন :  বসেছে মেলা, অঘ্রাণের হেমন্তে নবান্ন উৎসবে মাতোয়ারা রাজ্যের শস্য ভাণ্ডার বর্ধমান
হাটজান বাজার রেলগেট নিয়ে সমস্যা দীর্ঘদিনের। সিউড়ি বোলপুর রাস্তার উপর থাকা এই রেলগেটটি যাতায়াতের ক্ষেত্রে বহু মানুষের সমস্যা তৈরি করে। এই সমস্যা সমাধানের জন্য পাঁচ বছর ধরে সেখানে একটি ওভারব্রিজ তৈরি হচ্ছে। যদিও নির্মাণকারী সংস্থার সঙ্গে আইনি ঝামেলায় সেই কাজ বন্ধ রয়েছে। তবে সেই রেল ওভারব্রিজ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে দিন কয়েক আগেই সিউড়িতে এসে দাবি করেছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।
advertisement
advertisement
আরও পড়ুন : স্বাভাবিকভাবেই সম্পন্ন হল টেট পরীক্ষা, জানুন কেমন পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা
অন্যদিকে পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে দাবি করেছেন, পরীক্ষার প্রশ্নপত্র খুব ভালো ছিল এবং তারা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করার পর এই পরীক্ষা দিতে পেরে খুশি হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জেলায় নির্বিঘ্নে টেট পরীক্ষা হলেও বিতর্ক হয়ে দাঁড়াল হাটজানবাজার রেলগেট
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement