Water Logged: স্মার্টসিটি নিউটাউনের পাশেই 'হাবুডুবু' খাচ্ছে জ্যাংড়া!
- Published by:
- hyperlocal
- Reported by:Subha Dhali
Last Updated:
পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ও এক হাঁটু জল পঞ্চায়েত সাহায্য চাইছেন হিডকো এর থেকে
উত্তর ২৪ পরগণা: টানা বর্ষণ শেষে অবশেষে স্বস্তি। কিন্তু বৃষ্টি কমলেও জল যন্ত্রনা থেকে মুক্তি নেই। নিউটাউন ও সংলগ্ন জ্যাংড়া হাতিয়াড়া২ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে জমা জলের কারণে বেহাল অবস্থা বাসিন্দাদের। এমনকি এই জল যন্ত্রণার শিকার স্বয়ং পঞ্চায়েত প্রধান। তাঁর বাড়ির সামনেও জল জমে রয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে শুক্রবার রাত থেকে আর বৃষ্টি হয়নি নিউটাউনে। কিন্তু তাতে বিশেষ একটা সুবিধা হয়নি এখানকার সংলগ্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এখনও বহু জায়গায় জমে রয়েছে জল। এই পরিস্থিতিতে এদিন সকাল থেকেই পঞ্চায়েত সদস্যদের নিয়ে পরিস্থিতি মোকাবিলায় পথে নামেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এক হাঁটুর বেশি জল পার করে ঘুরলেন এলাকায়।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ
পরে তিনি জানান, এই পঞ্চায়েত এলাকাটি আশেপাশের থেকে বেশ খানিকটা নিচুতে অবস্থিত। ফলে বৃষ্টি হলেই আশেপাশের এলাকার জল এসে এখানে জমা হয়। তবে বাগজোলা খালের জলস্তর নেমে গেলে এলাকার জল বেরিয়ে যাবে বলে জানান পঞ্চায়েত প্রধান। পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি এনকেডিএ-র সঙ্গে ওকথা বলবেন বলেও জানিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে স্মার্ট সিটি নিউটাউনের লাগোয়া এই পঞ্চায়েতের এমন বেহাল অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠ। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বিরক্ত। পাশাপাশি তাঁদের অভিযোগ, নিউটাউনের উন্নয়নের হাত ধরে সেখানকার এলাকা উঁচু হয়ে যাচ্ছে। তাই তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। সব মিলিয়ে নিউটাউনেরষর মত আধুনিক শহরের ঠিক পাশের এলাকার এমন বেহাল অবস্থা মোটেও ভাল বিজ্ঞাপন নয়।
advertisement
শুভ ঢালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 7:53 PM IST