Fisherman Missing: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ
- Published by:
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সাগরে মাছ ধরতে যাওয়াই কাল হল হাওড়া'র রঘুদেব এর! নদীতে জাল গেলেও মাছ মিলছে না, তাই কয়েক বছর রূপনারায়ণ তীরবর্তী মানুষ মাছ ধরতে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি দিচ্ছে, তাদের মধ্যেই একজন রঘুদেব
হাওড়া: নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তাই পেটের দায়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। হাওড়ার শ্যামপুরের বছর ৫৬ এর রঘুনাথ মণ্ডল সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে যান। তারপর থেকেই খোঁজ মিলছে না।
হাওড়া জেলার মৎস্যজীবীদের দাবি, রূপনারায়ণে মাছ নেই। নদীতে জাল ফেলেও মাছ মিলছে না। তাই বাধ্য হয়ে পেটের দায়ে সমুদ্রের মাছ ধরতে যাচ্ছেন তাঁরা। এদিকে এখানকার মৎস্যজীবীদের বেশিরভাগেরই সমুদ্রে মাছ ধরার তেমন একটা অভিজ্ঞতা না থাকায় বিপদের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে রূপনারায়ণ তীরবর্তী মৎস্যজীবীরা মাছ ধরতে সাগরে পাড়ি দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: আগে থেকেই স্কুটি রাখা ছিল, মহিলার গলার হার ছিনিয়েই পগার পাড়! দেখুন ভাইরাল ভিডিও
ট্রলারের পাশাপাশি যাদের তেমন একটা আর্থিক সামর্থ্য নেই নৌকা নিয়েই সমুদ্রে পাড়ি দেন। ১৫-২০ সমুদ্রে থাকার পর ফিরে আসেন। এই লক্ষ্যেই হাওড়ার শ্যামপুরের আমবেড়িয়া গ্রামের রঘুনাথ মণ্ডল সহ আরও কয়েকজন মৎস্যজীবী দিন দশেক আগে একটি ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।
advertisement
advertisement
ফিরে আসা মৎস্যজীবীদের বক্তব্য অনুযায়ী, সমুদ্রের বুকে মাছ ধরার সময় তাঁদের ছোট নৌকার পাশ দিয়ে মাল বোঝাই চারটি বাংলাদেশি বার্জ তীব্র গতিতে চলে যায়। তার ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে সমুদ্রে পড়ে যান মৎস্যজীবী রঘুনাথ মণ্ডল ও সহকর্মী সহদেব করাচি। দু’জনে ভাসতে ভাসতে বার্জের দুই প্রান্তে চলে যান। সেই সময় পিছনে থাকা বাংলাদেশী বার্জকে তাঁরা সাহায্যের জন্য আবেদন করলেও সাহায্য মেলেনি বলে মৎস্যজীবীদের অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুক্ষণ পর সহদেবকে উদ্ধার করা গেলেও রঘুনাথ মণ্ডলের হদিস মেলেনি। এই খবর গ্রামে এসে পৌঁছতেই বিমর্ষ হয়ে পড়ে গোটা এলাকা। নিখোঁজ মৎস্যজীবীর বাড়িতে কান্নার রোল উঠেছে। এই অবস্থায় মিরাকেলের ভরসায় আছেন সকলে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Missing: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ