Viral Video: আগে থেকেই স্কুটি রাখা ছিল, মহিলার গলার হার ছিনিয়েই পগার পাড়! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শহরের বুকে ফের ছিনতাই! কেরানী পাড়ায় দিনের আলোয় সোনার চেন ছিনতাই, ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। জলপাইগুড়ি শহরের কেরানী পাড়া।
জলপাইগুড়ি: দিনের বেলায় শহরের বুকে ফের ছিনতাই। জলপাইগুড়ির এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ছিনতাইয়ের ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জলপাইগুড়ি শহরের কেরানি পাড়ার ঘটনা। আত্মীয়ের বাড়িতে অসম থেকে আসা একটি পরিবারের এক মহিলা সদস্য এই ছিনতাইয়ের শিকার হন। দিনের বেলায় রীতিমত ফাঁদ পেতে ওই ব্যক্তির গলার সোনার চেন ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: ফ্লাড সেন্টারই ভরসা, সেখানেই চলছে উচ্চমাধ্যমিকের প্রস্তুতি! এই হল ‘ভিলেন’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসম থেকে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা শহরের শান্তিপাড়া বাসস্ট্যান্ডে এসে নামেন। সঙ্গে সঙ্গে একজন যুবক এগিয়ে এসে কোথায় যাবেন জিজ্ঞেস করে এবং তাঁদের কেরানি পাড়ার পথ দেখিয়ে দেন। সেই সঙ্গে গল্পে মাতিয়ে দেন তাঁদের। মুহূর্তের মধ্যেই খোশ গল্পে মেতে ওঠে। আক্রান্তের বয়ান অনুযায়ী, হঠাৎই অন্য একটি যুবক অসম থেকে আসা পরিবারটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং মহিলার গলায় থাকা প্রায় চার গ্রাম ওজনের সোনার হার ছিনতাই করে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে আগে থেকে রাস্তার পাশে রাখা স্কুটিতে চেপে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গোটা ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি-তে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওই পরিবারের তরফে ইতিমধ্যেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের অলিগলিতে নেশাগ্রস্ত যুবকদের দাপট বেড়ে চলেছে। তার ফলেই ছিনতাই সহ নানান অসামাজিক কাজ বাড়ছে শহরে। তবে এইভাবে ফাঁদ পেতে ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে শহরবাসী।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 5:50 PM IST