Viral Video: জল থৈ থৈ স্কুল চত্বর! জায়গায় জায়গায় জমে জল, প্রবল সমস্যায় পড়ুয়ারা!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বর্ষার সময় বৃষ্টি হতেই এবার প্রবল সমস্যায় পড়ল স্কুলের পড়ুয়ারা। স্কুলের পোশাক পরে জল পার করে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। বছর চার পাঁচেক ধরে এই একই ভয়ঙ্কর ছবি মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ে।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বর্ষার সময় একটু ভারী বৃষ্টি হতেই এবার প্রবল সমস্যায় পড়ল স্কুলের পড়ুয়ারা। স্কুলের পোশাক পরে জল পার করে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। বছরের পর বছর পার হয়, কিন্তু বর্ষা এলেই ছবি বদলায় না এই প্রাথমিক বিদ্যালয়ে। বছর চার পাঁচেক ধরে এই একই ভয়ঙ্কর ছবি মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ে। আর স্কুল চত্বরে জল জমার কারণে অনেক পড়ুয়া অনুপস্থিত থাকছে। স্কুলের তরফে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি । এক অভিভাবকের দাবি পড়ুয়াদের মধ্যে কয়েকজন স্কুলে আসতেও ভয় পাচ্ছে । শুধু কি তাই? প্রশাসনের গাফিলতির কথাও তুলে ধরেন তিনি।
জানা গিয়েছে, গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার ধারে জনবহুল এলাকাতেই অবস্থিত ঐ স্কুলটি। কিন্তু স্কুল চত্বরে নীচু জায়গা হওয়ার কারণে এক পশলা বৃষ্টি হলেই জল জমে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।
advertisement
advertisement
এক শিক্ষিকা জানায়, কয়েক বছর থেকে একই সমস্যায় ভুগছে পড়ুয়ারা। হচ্ছে না প্রার্থনার প্রেয়ার লাইন। না হচ্ছে ঠিক মতো পড়াশোনা। এমনকি মিডডে মিলের জন্য জলের মধ্যেই দাঁড়াতে হচ্ছে পড়ুয়াদের। যা দেখে খারাপ লাগলেও কিছু করার থাকছে না। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম জানান, এই সমস্যার কথা বহুবার ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত জানানো হলেও কোনোরকম হেলদোল নেই। যার ফলে জলের মধ্যেই চলছে স্কুল। এতে অনেক পড়ুয়া থাকছে অনুপস্থিত। এই ঘটনায় গড়াইমারি পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান মন্ডল দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানান, নিয়মের বেড়াজালে আটকে থাকায় কোনও ব্যবস্থা করা হচ্ছে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2025 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: জল থৈ থৈ স্কুল চত্বর! জায়গায় জায়গায় জমে জল, প্রবল সমস্যায় পড়ুয়ারা!









