Medinipur News: দুই নাবালককে বেঁধে বেধড়ক মার, ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক, তদন্তে দাঁতন থানা

Last Updated:

প্রকাশ্য দিবালোকে দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হচ্ছে! তাদের হাতে রয়েছে বন্ধুক! ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনাকে ঘিরে বিতর্ক

Medinipur News
Medinipur News
মেদিনীপুর: প্রকাশ্য দিবালোকে দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হচ্ছে! তাদের হাতে রয়েছে বন্ধুক! ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনাকে ঘিরে বিতর্ক।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দাঁতন দু’নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে গিয়েছিল দুই নাবালক। দোকান বন্ধ থাকায় সেই সময় দোকান ভাঙচুরের চেষ্টা চালায় তারা। হাতে বন্দুক উঁচিয়ে ভীতি প্রদর্শনেরও চেষ্টা করে। এর পরই স্থানীয়রা তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দেয়। খবর পৌঁছায় দাঁতন থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজন নাবালকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’জনের বাড়ি দাতনের সাবরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বন্দুক নাবালকদের হাতে ছিল তা এয়ারগান। ভীতি প্রদর্শনের জন্যই এয়ারগান ব্যবহার করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।
advertisement
অন্যদিকে, জমিতে ধান রুইতে গিয়ে দিনে দুপুরে ধর্ষণের শিকার এক তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ তরুণীকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনায় পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের অন্য দুই মহিলার সঙ্গে বৃহস্পতিবার বিষ্ণুপুর থানা এলাকার বছর বত্রিশের তরুণী গ্রাম লাগোয়া জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে এলেও তরুণী জমিতে একাই ধান রোয়ার কাজ করছিলেন। আচমকাই সেখানে তিন স্থানীয় যুবক হাজির হয়। কান্ত মুর্মু নামের প্রতিবেশী যুবক তরুণীকে জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বিকেলে বাড়ি ফিরে তরুণী বাড়িতে গোটা ঘটনার কথা জানান। পরিবারের সদস্যরা বিষ্ণুপুর থানায় কান্ত মুর্মুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তৎপর বিষ্ণুপুর থানার পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত কান্ত মুর্মুকে। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।
advertisement
Sovon Das
Paschim Medinipur
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipur News: দুই নাবালককে বেঁধে বেধড়ক মার, ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক, তদন্তে দাঁতন থানা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement