কম খরচে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে চান? বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কে নতুন ঠিকানা 'মটকা তন্দুর চা'

Last Updated:

পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই সন্ধ্যা হবে জমজমাট। আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া পেতে প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন মটকা তন্দুর চা-এ। তবে নাম শুনে ভুল করবেন না এখানে শুধু চা নয়, চায়ের সাথে আপনি পেয়ে যাবেন মন ভাল করা নানা রকমের স্ন্যাক্স! সঙ্গে নির্জনতাও free!

+
চায়ের

চায়ের ছবি

বর্ধমান, সায়নী সরকার: চা-তে ‘না’ বলেন, এমন মানুষ বোধ হয় হাতে গোনা। বাঙালি আড্ডা দেবে, অথচ চায়ের তুফান তুলবে না এমনও কি হয়? সঙ্গে যদি থাকে বাংলা কিংবা হিন্দি গানের সঙ্গে জাতীয় সড়কের ধারে মন ভাল করা ফুরফুরে হাওয়া আর নানা রকমের স্ন্যাকস। হাতে ১০০ টাকা থাকলেই সঙ্গীকে নিয়ে সময় কাটিয়ে আসতে পারেন বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের ধারে এই ছোট্ট ক্যাফেতে। প্রিয় মানুষ বা বন্ধুবান্ধবদের নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান কিন্তু বাজেট কম। ভাবছেন তো কোথায় যাবেন?
advertisement
পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই সন্ধে হবে জমজমাট। আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া পেতে প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন মটকা তন্দুর চা-এ। তবে নাম শুনে ভুল করবেন না এখানে শুধু চা নয়, চায়ের সঙ্গে আপনি পেয়ে যাবেন মন ভাল করা নানান রকমের স্ন্যাকস। বাঙালি আড্ডা মারবে আর সেখানে শুধু চা ছাড়া আর কিছু খাবে না সেটা আবার হয় নাকি?
advertisement
এখানে আপনি পাবেন মাত্র ৫০ টাকায় ফিশ ফ্রাই, চিকেন পপকর্ন তাও আবার বিক্রি হয় ওজনে, মকটেল পাবেন মাত্র ৪০ টাকায়। বছর তিনেক আগে দুই ভাই মিলে বর্ধমানের উল্লাস এলাকায় শুরু করেছিলেন দোকান। উল্লাস এলাকায় ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়াতে বর্তমানে জাতীয় সড়কের ধারে দোকান বা ছোট্ট ক্যাফেটি নতুন করে শুরু করেছেন তারা। মাটির হাঁড়িতে চা বানিয়ে মন কাড়ছেন তরুণ প্রজন্মের, সঙ্গে রয়েছে বেশ কয়েক রকমের স্ন্যাকস এবং মকটেল।
advertisement
বিশ্বজিৎ মালি জানান, কম লাভ রেখে ৪০ টাকায় মকটেল দেওয়া যায় সেটা আমরা প্রমাণ করেছি। আমাদের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের জন্য খাবারের দাম পকেট ফ্রেন্ডলি রাখা। যাতে কম খরচে তারা বন্ধুবান্ধবদের সাথে এসে সময় কাটাতে পারে। বাঙালি আর আড্ডা, এই দুটো শব্দ একে অপরের পরিপূরক। আর আড্ডা মানেই তো এক কাপ ধোঁয়া ওঠা চা, সাথে কিছু মুখরোচক স্ন্যাকস। বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের ধারের এই ছোট্ট ক্যাফে আপনার জন্য হতে পারে আদর্শ জায়গা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কম খরচে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে চান? বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কে নতুন ঠিকানা 'মটকা তন্দুর চা'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement