অমৃত ভারত স্টেশন প্রকল্প...! সেজে উঠল আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি রেলস্টেশন, সাজানো হল আর কোন কোন স্টেশন? ভারতীয় রেলের বড় খবর!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Amrit Bharat Station Scheme: নতুন করে ঢেলে সাজানো কামাখ্যাগুড়ি স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। যাত্রীদের সুযোগ-সুবিধা এবং সুরক্ষা সম্পদেরও পর্যালোচনা নিয়ে সারলেন বৈঠক। আর কোন স্টেশনে নেওয়া হল অত্যাধুনিক সংস্কার?
নতুন করে ঢেলে সাজানো কামাখ্যাগুড়ি স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। যাত্রীদের সুযোগ-সুবিধা এবং সুরক্ষা সম্পদেরও পর্যালোচনা নিয়ে সারলেন বৈঠক। স্টেশনটি পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যের মধ্যে বিস্তৃত হলদিবাড়ি–নিউ বঙাইগাঁও ব্রডগেজ রেলপথের উপর অবস্থিত। এই রেলপথটি দুটি রেল ট্র্যাক নিয়ে গঠিত।
advertisement
কাজের অগ্রগতি খতিয়ে দেখতে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার পশ্চিমবঙ্গের কামাখ্যাগুড়ি এবং নিউ কোচবিহার রেল স্টেশন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী দেবেন্দ্র সিং এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় ও আলিপুরদুয়ার ডিভিশনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
পরিদর্শনে যাত্রীদের সুযোগ-সুবিধা, যাত্রীদের সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামগ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণের উন্নতির উপর বিশেষ নজর দেওয়া হয়। স্থানীয় সাংসদ, বিধায়ক, ব্যবসায়িক সংগঠন এবং জনস্বার্থ গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়, তারপরে জেনারেল ম্যানেজার মিডিয়ার সঙ্গে সাংবাদিক বৈঠক করেন।
advertisement
advertisement
উভয় স্টেশনে পরিদর্শনের লক্ষ্য ছিল যাত্রী পরিষেবা মজবুত করা, পরিচালন দক্ষতা উন্নত করা এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করা। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে কামাখ্যাগুড়ি স্টেশনের পুনসংস্কার, যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধি এবং আধুনিক পরিকাঠামোগত সুবিধার প্রতিশ্রুতি রক্ষা করাই লক্ষ্য ভারতীয় রেলের।








