Shantiniketan: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে

Last Updated:

ক্যাম্পাসের অন্দরে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা, পাঁচিল দেওয়ার মতো বিষয় নিয়ে বিতর্কের শুরু৷ এর মধ্যে রবি ঠাকুরের কোপাই দিয়ে অনেক জল গড়িয়েছে৷ বিদ্যুৎ চক্রবর্তীকে ঘিরে শেষতম বিতর্ক তৈরি হয়েছিল ইউনেস্কোর ফলক নিয়ে৷ সেই বিতর্কের মাঝেই অবশ্য মেয়াদ ফুরোল বিশ্বভারতীয় এই ‘বিতর্কিত’ উপাচার্যের৷

দক্ষিণবঙ্গ: পাঁচ বছর আগে দেশের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন৷ তারপর থেকে একের পর এক বিতর্ক৷ কখনও রাজ্য সরকারের সঙ্গে সংঘাত, কখনও তাঁর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের ধর্না৷ এমনকি, সহকর্মীদের সঙ্গে সংঘাতও গড়িয়েছে আদালতের দোরগোড়ায়৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি বিতর্ক তো সর্বজনবিদিত৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে মেয়াদ ফুরলো সেই বিদ্যুৎ চক্রবর্তীর৷ বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন সঞ্জয় কুমার মল্লিক৷ উপাচার্য হিসাবে বিদ্যুতের শেষ দিনেও ছিল বিক্ষোভের আশঙ্কা৷ গোটা শান্তিনিকেতন চত্বরে মোতায়েন ছিল পুলিশ৷
ক্যাম্পাসের অন্দরে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা, পাঁচিল দেওয়ার মতো বিষয় নিয়ে বিতর্কের শুরু৷ এর মধ্যে রবি ঠাকুরের কোপাই দিয়ে অনেক জল গড়িয়েছে৷ বিদ্যুৎ চক্রবর্তীকে ঘিরে শেষতম বিতর্ক তৈরি হয়েছিল ইউনেস্কোর ফলক নিয়ে৷ সেই বিতর্কের মাঝেই অবশ্য মেয়াদ ফুরলো বিশ্বভারতীয় এই ‘বিতর্কিত’ উপাচার্যের৷
আরও পড়ুন: ‘মেয়েরাই পারেন স্বামীদের…,’ জন্ম পদ্ধতি নিয়ে বেঁফাস নীতীশ! মোদি বললেন, ‘কত নীচে নামবেন!’
বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয় কুমার মল্লিক। তিনি কলাভবনের অধ্যক্ষ। বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যও৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতী এক্ট এণ্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার নিলেন সঞ্জয়বাবু৷
advertisement
advertisement
দীর্ঘ ৫ বছর নানান বিতর্ক, বিদ্যুতের জমানায় একাধিক সিদ্ধান্ত ঘিরে রাজ্য-কেন্দ্র সংঘাত দেখা গিয়েছিল৷ এমনকি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গেও জমি বিতর্কে জড়িয়ে একাধিক বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই উচ্ছ্বসিত পড়ুয়া, অধ্যাপক, কর্মীদের একাংশ৷ উপাচার্য চলে যাওয়ার ‘আনন্দে’ বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে অধ্যাপক কর্মী আধিকারিকেরা একত্রিত হয়ে মিষ্টি মুখে মেতে ওঠেন। স্থানীয় তৃণমূল শিবিরেও ছিল খুশির মেজাজ৷
advertisement
এদিন বাসভবন পূর্বিতা থেকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে স্বাক্ষর করেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর আশঙ্কা আগে থেকেই ছিল৷ সেই আশঙ্কায় মহিলা পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল গোটা চত্বরে। পাশাপাশি, ছিলেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও৷ বারবার টহল দিতে দেখা গিয়েছে স্থানীয় থানার ওসি-কেও৷
আরও পড়ুন:কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার
সম্প্রতি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ সম্মান দেয় ইউনেস্কো৷ সেই ইউনেস্কোর ফলকেই ব্রাত্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ তার বদলে রাখা হয়েছিল নরেন্দ্র মোদি এবং বিদ্যুৎ চক্রবর্তীর৷ যা নিয়ে তীব্র নিন্দা করেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ থেকে শুরু করে প্রাক্তনীরা৷ নিন্দা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ ফলক পরিবর্তনের দাবিতে গত ১৩ দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে তৃণমূলের ধর্না বিক্ষোভ। এরই মাঝে উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হল বিদ্যুৎ চক্রবর্তীর৷
advertisement
ইন্দ্রজিৎ রুজ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantiniketan: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement