Nitish Kumar: ‘মেয়েরাই পারেন স্বামীদের...,’ জন্ম পদ্ধতি নিয়ে বেফাঁস নীতীশ! মোদি বললেন, ‘কত নীচে নামবেন!’

Last Updated:

জন্ম নিয়ন্ত্রণ প্রশ্নে বিহারের বিধানসভায় মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার নীতীশ বিশদে ব্যাখ্যা দেন, কী ভাবে স্বামীর যৌন সম্পর্ক তৈরির আকাঙ্খাকে আটকাতে পারেন শিক্ষিত মহিলারা৷

গুণা: মন্তব্য করেছেন৷ তা নিয়ে সব মহলে তীব্র সমালোচনাও হয়েছে৷ তার পরে অবশ্য সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন৷ কিন্তু, জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে ‘বেফাঁস’ মন্তব্য ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম নেতা নীতীশ কুমারের৷ এদিন মধ্যপ্রদেশের গুণায় একটি সভায় বক্তৃতা করার সময়  নীতীশকে এ নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, ‘‘কত নীচে নামবেন?’’
জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিহার বিধানসভায় করা সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বক্তব্যের সমালোচনা করে মোদি বলেন, ‘‘ইন্ডিয়া জোট এবং অহংকারী জোটের বড় বড় নেতারা বিধানসভার অন্দরে মা-বোনদের নিয়ে যে সব কথা বলছেন, তা কল্পনাও করা যায় না। জোটের লোকজনও মা-বোনদের এই অপমানের বিরুদ্ধে একটা কথাও বলছেন না.. ওঁদের লজ্জা হওয়া উচিত…’’
advertisement
এরপরেই মোদির মন্তব্য, ‘‘দেশের এ কোন দুর্ভাগ্যের সময় এসেছে৷ কত নীচে নামবেন? সারা বিশ্বের সামনে নিজের দেশের মাথা নিচু করছেন৷ যাঁরা মেয়েদের নিয়ে এমন সব কথা ভাবেন, তাঁরা কি আপনার জন্য ভাল কিছু করতে পারেন?’’
advertisement
আরও পড়ুন: এক বছরে সম্পত্তি বেড়ে ১০ কোটি? ‘সারদা’ টেনে শিশিরের বিরুদ্ধে চিঠি ইডি-সিবিআইকে
অন্যদিকে, জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মহিলাদের শিক্ষা নিয়ে যে মন্তব্য নীতীশ করেছেন, এদিন তা নিয়ে সর্বসমক্ষে ক্ষমাপ্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, তাঁর কোনও মন্তব্য যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে সে জন্য তিনি ক্ষমা চাইছেন৷ নিজের যাবতীয় মন্তব্য তিনি ‘ফিরিয়ে’ নিচ্ছেন বলেও জানান নীতীশ৷ যদিও, নীতীশের ক্ষমাপ্রকাশের পরেও তাঁর পদত্যাগের দাবিতে সরব হতে দেখা যায় বিজেপিকে৷
advertisement
জন্ম নিয়ন্ত্রণ প্রশ্নে বিহারের বিধানসভায় মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার নীতীশ বিশদে ব্যাখ্যা দেন, কী ভাবে স্বামীর যৌন সম্পর্ক তৈরির আকাঙ্খাকে আটকাতে পারেন শিক্ষিত মহিলারা৷
আরও পড়ুন:কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার
তিনি বলেন, ‘‘স্বামীদের জন্যই জন্মহার বাড়ে৷ যদিও, স্ত্রী-রা ঠিকমতো শিক্ষা পেলে, স্বামীদের আটকাতে পারেন৷ সেই কারণেই জন্মহার কমে যাচ্ছে৷ আপনারা সাংবাদিকেরা আরও ভাল বলতে পারবেন৷ আগে জন্মহার ছিল ৪.৩, এখন সেটা কমে ২.৯ হয়েছে৷ খুব তাড়াতাড়িই তা কমে ২ -এ নামবে৷’’
advertisement
বিরোধী বিজেপির অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে জন্ম-পদ্ধতি এবং মহিলাদের নিয়ে যেভাবে নীতীশ কথা বলেছেন, তা অত্যন্ত ‘লজ্জার’৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: ‘মেয়েরাই পারেন স্বামীদের...,’ জন্ম পদ্ধতি নিয়ে বেফাঁস নীতীশ! মোদি বললেন, ‘কত নীচে নামবেন!’
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement