Nitish Kumar: ‘মেয়েরাই পারেন স্বামীদের...,’ জন্ম পদ্ধতি নিয়ে বেফাঁস নীতীশ! মোদি বললেন, ‘কত নীচে নামবেন!’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জন্ম নিয়ন্ত্রণ প্রশ্নে বিহারের বিধানসভায় মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার নীতীশ বিশদে ব্যাখ্যা দেন, কী ভাবে স্বামীর যৌন সম্পর্ক তৈরির আকাঙ্খাকে আটকাতে পারেন শিক্ষিত মহিলারা৷
গুণা: মন্তব্য করেছেন৷ তা নিয়ে সব মহলে তীব্র সমালোচনাও হয়েছে৷ তার পরে অবশ্য সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন৷ কিন্তু, জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে ‘বেফাঁস’ মন্তব্য ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম নেতা নীতীশ কুমারের৷ এদিন মধ্যপ্রদেশের গুণায় একটি সভায় বক্তৃতা করার সময় নীতীশকে এ নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, ‘‘কত নীচে নামবেন?’’
জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিহার বিধানসভায় করা সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বক্তব্যের সমালোচনা করে মোদি বলেন, ‘‘ইন্ডিয়া জোট এবং অহংকারী জোটের বড় বড় নেতারা বিধানসভার অন্দরে মা-বোনদের নিয়ে যে সব কথা বলছেন, তা কল্পনাও করা যায় না। জোটের লোকজনও মা-বোনদের এই অপমানের বিরুদ্ধে একটা কথাও বলছেন না.. ওঁদের লজ্জা হওয়া উচিত…’’
advertisement
এরপরেই মোদির মন্তব্য, ‘‘দেশের এ কোন দুর্ভাগ্যের সময় এসেছে৷ কত নীচে নামবেন? সারা বিশ্বের সামনে নিজের দেশের মাথা নিচু করছেন৷ যাঁরা মেয়েদের নিয়ে এমন সব কথা ভাবেন, তাঁরা কি আপনার জন্য ভাল কিছু করতে পারেন?’’
advertisement
আরও পড়ুন: এক বছরে সম্পত্তি বেড়ে ১০ কোটি? ‘সারদা’ টেনে শিশিরের বিরুদ্ধে চিঠি ইডি-সিবিআইকে
অন্যদিকে, জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মহিলাদের শিক্ষা নিয়ে যে মন্তব্য নীতীশ করেছেন, এদিন তা নিয়ে সর্বসমক্ষে ক্ষমাপ্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, তাঁর কোনও মন্তব্য যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে সে জন্য তিনি ক্ষমা চাইছেন৷ নিজের যাবতীয় মন্তব্য তিনি ‘ফিরিয়ে’ নিচ্ছেন বলেও জানান নীতীশ৷ যদিও, নীতীশের ক্ষমাপ্রকাশের পরেও তাঁর পদত্যাগের দাবিতে সরব হতে দেখা যায় বিজেপিকে৷
advertisement
জন্ম নিয়ন্ত্রণ প্রশ্নে বিহারের বিধানসভায় মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার নীতীশ বিশদে ব্যাখ্যা দেন, কী ভাবে স্বামীর যৌন সম্পর্ক তৈরির আকাঙ্খাকে আটকাতে পারেন শিক্ষিত মহিলারা৷
আরও পড়ুন:কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার
তিনি বলেন, ‘‘স্বামীদের জন্যই জন্মহার বাড়ে৷ যদিও, স্ত্রী-রা ঠিকমতো শিক্ষা পেলে, স্বামীদের আটকাতে পারেন৷ সেই কারণেই জন্মহার কমে যাচ্ছে৷ আপনারা সাংবাদিকেরা আরও ভাল বলতে পারবেন৷ আগে জন্মহার ছিল ৪.৩, এখন সেটা কমে ২.৯ হয়েছে৷ খুব তাড়াতাড়িই তা কমে ২ -এ নামবে৷’’
advertisement
বিরোধী বিজেপির অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে জন্ম-পদ্ধতি এবং মহিলাদের নিয়ে যেভাবে নীতীশ কথা বলেছেন, তা অত্যন্ত ‘লজ্জার’৷
Location :
West Bengal
First Published :
November 08, 2023 5:24 PM IST