Jyotipriya Mallick: কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার

Last Updated:

এর আগে জোত্যিপ্ৰিয় সিএ শান্তনু ভট্টাচাৰ্য ও সিপি জেনা বাঁকুড়ার দুটি কোম্পানির ডামি পার্টনার হিসাবে অংশিদারিত্ব ছিল। সিপি জেনা বয়ানে ইডিকে জানান, শান্তনুর কথাতেই ওই দুই অ্যাকাউন্টে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা রাখা হয়েছিল। কোথা থেকে এসেছিল এত টাকা?

কলকাতা: কেঁচো খুঁড়তে খুঁড়তে ফের কেউটে! রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি শেল কোম্পানির হদিশ আগেই পেয়েছিল ইডি৷ এবার গোয়েন্দাদের নজরে আরও চারটি নতুন কোম্পানি। ED-র দাবি, এই ৪টি কোম্পানিরই ডিরেক্টর পদে নাম রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর স্ত্রী সুকন্যা দাস। কেন হঠাৎ চার চারটি কোম্পানি খুলে ফেললেন মন্ত্রীর আপ্ত সহায়ক? কোথা থেকে এল এত টাকা? তাহলে কি কালো টাকা সাদা করাই ছিল এই কোম্পানিগুলোর উদ্দেশ্য? এখন সেইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা৷
ইডির দাবি, এর মধ্যে ৩টি কোম্পানির ঠিকানা এক কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকায়। আর চতুর্থ কোম্পানির ঠিকানা হাওড়ার ব্যাঁটরা। ২০১১ সালে ১ সেপ্টেম্বর, ২০১১ সালের ১৪ নভেম্বর, ২০১৫ সালের ৩ অগাস্ট এবং ২০১৬ সালের ১০ নভেম্বর এই চারটি বেসরকারি কোম্পানিতে ডিরেক্টর পদে যোগদান করেন সুকন্যা ও অভিজিৎ দাস। এর আগে অভিজিৎ দাস, জ্যোতিপ্ৰিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁকে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল। এবার সেই অভিজিৎ ও তাঁর স্ত্রী নামে চারটি প্রাইভেট কোম্পানির হদিশ।
advertisement
এর আগে জোত্যিপ্ৰিয় সিএ শান্তনু ভট্টাচাৰ্য ও সিপি জেনা বাঁকুড়ার দুটি কোম্পানির ডামি পার্টনার হিসাবে অংশিদারিত্ব ছিল। সিপি জেনা বয়ানে ইডিকে জানান, শান্তনুর কথাতেই ওই দুই অ্যাকাউন্টে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা রাখা হয়েছিল। কোথা থেকে এসেছিল এত টাকা?
advertisement
আরও পড়ুন: বাজারে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ‘চিনা রসুন’! খেলেই হতে পারে মারণ ক্যানসার, সব কথা জানলে ভয় পাবেন
এর আগে জ্যোতিপ্ৰিয়র তিনটি শেল কোম্পানি হদিস পায় ইডি। সেই তিন কোম্পানির মাধ্যমে ২০ কোটি টাকা বাঁকুড়ার ওই দুই ফার্মে  গিয়েছিল বলে অভিযোগ ইডির। সেই জায়গায় থেকেই এবার জ্যোতিপ্ৰিয়র ঘনিষ্ঠদের কোম্পানি ইডির নজরে।
advertisement
এই কোম্পানিগুলির কাজ কী ছিল? কাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং টাকা লেনদেন কী ভাবে হতো, এই সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement