Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি এবার ‘ফৌজদারি’ মামলা? দুই ট্যুইটে বিস্ফোরক তৃণমূল সাংসদ, দিলেন ইঙ্গিত

Last Updated:

অন্যদিকে, বৈঠকে মহুয়ার ‘আচরণ’ নিয়ে যে প্রশ্ন তোলা হতে চলেছে, সম্ভবত, সেই বিষয়টিকেই নিশানা করে তৃণমূল সাংসদ লেখেন, ‘চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, আমার প্রতিবাদ, সব কিছুর প্রতিলিপি আমার কাছে রয়েছে।’

নয়াদিল্লি: মহুয়া কাণ্ডে আগামী ৭ নভেম্বর বৈঠকে বসতে চলেছে সংসদীয় এথিক্স কমিটি৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে ‘ঘুষের বদলে প্রশ্নে’র অভিযোগ এনেছেন, সেই ঘটনায় খসড়া রিপোর্ট তৈরি করা হবে এদিন৷ ১৫ সদস্যের এই এথিক্স কমিটির অধিকাংশই বিজেপি সাংসদ৷ গত ২ নভেম্বর তাদের সামনেই হাজিরা দিয়েছিলেন মহুয়া৷ তারপরে ‘ব্যক্তিগত’ প্রশ্ন করার অভিযোগ তুলে বৈঠক থেকে রীতিমতো ঝড়ের বেগে বেরিয়ে আসেন৷ তাঁর সেদিনের সেই আচরণের কথাও রিপোর্টে উল্লেখ থাকবে বলে সূত্রের খবর৷
অন্যদিকে, এদিন ‘এক্স’ হ্যান্ডেলে তৃণমূল সাংসদ দু’টি উল্লেখযোগ্য পোস্ট করেন এদিন। বিজেপি-কে নিশানা করে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র্য লেখেন, ‘বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে, এটা জেনে আমি শিহরিত হচ্ছি। ওঁদের এই ভাবনাকে স্বাগত জানাচ্ছি।’ এরপরই আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মহুয়া লেখেন, ‘আমার ক’জোড়া জুতো আছে, তা জানার আগে ওই দুর্নীতির তদন্ত করা উচিত’।
advertisement
আরও পড়ুন: ৬ মাসে ২১ কোটি আয় সব্জি বিক্রেতার! তারপর হঠাৎ ধরল পুলিশ, কী করছিস সে জানেন?
অন্যদিকে, বৈঠকে মহুয়ার ‘আচরণ’ নিয়ে যে প্রশ্ন তোলা হতে চলেছে, সম্ভবত, সেই বিষয়টিকেই নিশানা করে তৃণমূল সাংসদ লেখেন, ‘চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, আমার প্রতিবাদ, সব কিছুর প্রতিলিপি আমার কাছে রয়েছে।’
advertisement
প্রসঙ্গত, গত ২ নভেম্বর ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করার অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন মহুয়া মৈত্র। তার পর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। লোকসভার স্পিকারের কাছে এক জন মহিলা সাংসদ হিসাবে ‘সুরক্ষা’ও চান তিনি।
advertisement
আরও পড়ুন: নগদেই কোটি কোটি লেন দেন! বাকিবুরের টাকা ‘উপরমহলে’ আর কার কার কাছে যেত?
‘ঘুষের বিনিময়ে’ সংসদের অধিবেশনে আদানি গ্রুপ নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র৷ সম্প্রতি লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লার কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ এরপরেই শুরু হয় বিতর্ক৷ ওই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েই সংসদে আদানি গ্রুপ সম্পর্কে প্রশ্ন করেছেন মহুয়া৷ তার পরেই তাঁকে মহুয়া মৈত্রকে ডেকে পাঠায় সংসদীয় এথিক্স কমিটি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি এবার ‘ফৌজদারি’ মামলা? দুই ট্যুইটে বিস্ফোরক তৃণমূল সাংসদ, দিলেন ইঙ্গিত
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement