Viral News: ৬ মাসে ২১ কোটি আয় সব্জি বিক্রেতার! তারপর হঠাৎ ধরল পুলিশ, কী করছিল সে জানেন?

Last Updated:

শোনা গেল, সারা ভারতের প্রায় ১০টি রাজ্য থেকে এই সব্জি বিক্রেতার নামে রেজিস্টার হয়েছে ৩৭টি অভিযোগ৷ এই ৩৭ টি ক্ষেত্রেই এই সব্জি বিক্রেতা সরাসরি জড়িত৷

উত্তরাখণ্ড: বয়স ২৭ বছর৷ বাস উত্তরাখণ্ডের ফরিদাবাদ জেলায়৷ নাম ঋষভ শর্মা৷ পেশায় ফল এবং সব্জি বিক্রেতা৷ গত দু’তিন বছরের মধ্যে সে রোজগার করে ফেলেছে কোটি কোটি টাকা৷ মাত্র ৬ মাসেই তাঁর আয় ৬ কোটি৷ কিন্তু, হঠাৎই তার বাড়িতে হানা দিল পুলিশ৷ সঙ্গে সঙ্গে গ্রেফতার৷ শোনা গেল, সারা ভারতের প্রায় ১০টি রাজ্য থেকে এই সব্জি বিক্রেতার নামে রেজিস্টার হয়েছে ৩৭টি অভিযোগ৷ এই ৩৭ টি ক্ষেত্রেই এই সব্জি বিক্রেতা সরাসরি জড়িত৷ আর বাকি ৮৫৫টি মামলাতে কোনও না কোনও ভাবে এই সব্জি বিক্রেতার ভূমিকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ কী করেছে এই ঋষভ? জানেন?
পুলিশ জানিয়েছে, কোভিডকালে অন্যান্য সব্জি বিক্রেতার মতোই বিপুল লোকসানের মুখে পড়েছিলেন এই ব্যক্তি৷ সেই কারণে বাধ্য হয়ে সেই কয়েক মাস ব্যবসায় দাঁড়ি টানতে হয়েছিল তাকে৷ সেই সময় টাকা রোজগার করতে একাধিক ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে হয়েছিল ঋষভকে৷
আরও পড়ুন: নগদেই কোটি কোটি লেন দেন! বাকিবুরের টাকা ‘উপরমহলে’ আর কার কার কাছে যেত?
ঠিক সেই সময়েই তাকে এক অদ্ভুত বুদ্ধি দেয় তার এক পুরনো বন্ধু৷ সূত্রের খবর, ঋষভের সেই বন্ধু অবশ্য তার অনেক আগে থেকেই অনলাইন জালিয়াতিতে নিজের হাত পাকিয়ে ফেলেছিল৷ ওই বন্ধুর সাহায্যেই মাত্র ৬ মাসে জালিয়াতি করে ২১ কোটি টাকা রোজগার করেছিল সে৷
advertisement
advertisement
অবশেষে, দেহরাদুনের এক ব্যবসায়ীর কাছ থেকে জালিয়াতি করে ২০ লক্ষ টাকা নিয়েছিল ঋষভ৷ তার অভিযোগের ভিত্তিতেই গত ২৮ অক্টোবর গ্রেফতার করা হয় তাকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: ৬ মাসে ২১ কোটি আয় সব্জি বিক্রেতার! তারপর হঠাৎ ধরল পুলিশ, কী করছিল সে জানেন?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement