Visva Bharati : জমি বিতর্কে অমর্ত্য সেনকে সমর্থনই কারণ? বিশ্বভারতীতে সাসপেন্ড পড়ুয়া, বিতর্ক তুঙ্গে

Last Updated:

Visva Bharati : অবিলম্বে সাসপেনশন নির্দেশ প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

ফের পড়ুয়া সাসপেন্ড বিশ্বভারতীতে
ফের পড়ুয়া সাসপেন্ড বিশ্বভারতীতে
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর বীরভূম: ফের পড়ুয়া সাসপেন্ড বিশ্বভারতীতে। রুরাল ডেভেলপমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সোমনাথ সৌ-কে একটি সেমিস্টারের জন্য সম্পূর্ণভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, জমি বিতর্কে তিনি নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের পক্ষে সমাজ মাধ্যমে তাঁর নিজের প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন। এই ‘অভিযোগে’-ই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি সোমনাথের।
সাসপেন্ডেড ছাত্রের বক্তব্য, অমর্ত্য সেনের যে ১৩ ডেসিমেল জমি বিশ্বভারতী নিজের বলে দাবি করছে, সেই জমির পক্ষে নোবেলজয়ী কাগজপত্র দেখাচ্ছেন। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষই বরং নিজেদের পক্ষে সেরকম কোনও কাগজ দেখাতে পারছে না। সে কথাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোমনাথ। অভিযোগ, এ জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষ ‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে এই পদক্ষেপ করেছে। অবিলম্বে সাসপেনশন নির্দেশ প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত জমি বিতর্কে অধ্যাপক অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউনিজ স্টিগলিটস। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নোবেলজয়ী অমর্ত্য সেনের হয়ে চিঠি দিয়েছেন তিনি। এছাড়াও, অধ্যাপক সেনের পক্ষে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে চিঠি দিলেন ভারতীয় অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি৷ উল্লেখ্য, এর আগে দেশ-বিদেশের ৩০৪ জন বিশিষ্ট শিক্ষাবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শককে চিঠি দিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার একারলফ।
advertisement
advertisement
বর্ষীয়ান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছে-এই অভিযোগ তুলে ‘ভারতরত্ন’ অধ্যাপক সেনকে ‘জমি হরফকারী’, ‘জমি কব্জাকারী’ বলে উল্লেখ করে জমি ফেরত চেয়ে উচ্ছেদের নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি, বিভিন্ন সংবাদমাধ্যমে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদকে তির্যক ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অন্যদিকে, বিশ্বভারতীর উচ্ছেদের বিজ্ঞপ্তির বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হয়েছেন অধ্যাপক সেন৷ তাঁকে হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva Bharati : জমি বিতর্কে অমর্ত্য সেনকে সমর্থনই কারণ? বিশ্বভারতীতে সাসপেন্ড পড়ুয়া, বিতর্ক তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement