South 24 Parganas News: নতুন রুপে সেজেছে সাহেববাড়ির শতাব্দী প্রাচীন গির্জা, বড়দিনের বেড়ানোর নতুন ঠিকানা

Last Updated:

ব্রিটিশ আমলে এখানে ছিল জঙ্গল, প্রথম দিকে তারা এখানে এসে পৌঁছায়নি। পরে জঙ্গল কাটা শুরু হলে কিছু ইংরেজ এসে এখানেই বসতি স্থাপন করে, তখনই গড়ে ওঠে এই গির্জা।

+
সাহেববাড়ির

সাহেববাড়ির গির্জা 

দক্ষিণ ২৪ পরগনা: বড়দিনের আগে ঘুরে আসুন খাড়ির ১০০ বছরের পুরানো গির্জা থেকে। বর্তমান গির্জাটির রূপকে আমূল বদলে ফেলা হয়েছে। এখন এটি একটি দর্শনীয় স্থান। ব্রিটিশ আমলে এখানে ছিল জঙ্গল, প্রথম দিকে তারা এখানে এসে পৌঁছায়নি। পরে জঙ্গল কাটা শুরু হলে কিছু ইংরেজ এসে এখানেই বসতি স্থাপন করে। স্থানীয়রা তখন তাদের বলত সাহেব।পরে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি।
ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের তৈরি এই চার্চ এখনও রয়ে গিয়েছে এলাকায়। এই চার্চ দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। বড়দিন উপলক্ষ্যে এখানে এক সপ্তাহ ধরে মেলা হয়। যা দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বড় খ্রীস্ট মেলা। বড়দিনের দিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ সেখানে আসেন।এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘন্টা সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
advertisement
এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি। এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, গির্জাটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। ফাদার স্যার পনিরসিলভম ও গ্রামবাসীদের উদ্যোগে এটিকে সংস্কার করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আশা করা হচ্ছে এবছর বড়দিনে এই গির্জায় প্রচুর মানুষজন ভিড় করবেন। গির্জার নতুন রূপ সকলকে মুগ্ধ করবে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নতুন রুপে সেজেছে সাহেববাড়ির শতাব্দী প্রাচীন গির্জা, বড়দিনের বেড়ানোর নতুন ঠিকানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement