Vishwakarma Puja 2025: পুজোর আগেই বড় চমক! এবার ২৩ ফুটের বিরাট বিশ্বকর্মা, সঙ্গে আবার ১৫ দিনের মিলন মেলা, কোথায় জানুন

Last Updated:

এবারের বিশ্বকর্মা পুজোয় পেতে চলেছে এক অনন্য রূপ। রেল শহরে তৈরি হচ্ছে ২৩ ফুট উচ্চতার এক বিশাল ও দৃষ্টিনন্দন বিশ্বকর্মা প্রতিমা। 

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা পুজোয় পুরুলিয়ার চমক

পুরুলিয়া, শান্তনু দাস: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠবেন আপামর জনতা। আর এবারের বিশ্বকর্মা পুজো পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ায় পেতে চলেছে এক অনন্য রূপ। পুরুলিয়ার রেল শহর আদ্রায় তৈরি হচ্ছে ২৩ ফুট উচ্চতার এক বিশাল ও দৃষ্টিনন্দন বিশ্বকর্মা প্রতিমা।
রেল শহর আদ্রায় বাঙালি সমিতির উদ্যোগে বাঙালি সমিতির মণ্ডপ প্রাঙ্গণে জোর কদমে এখন তৈরি হচ্ছে সেই বিশাল বিশ্বকর্মা প্রতিমা। বাঙালি সমিতির মণ্ডপ প্রাঙ্গণে নিখুঁত শিল্পদক্ষতায় গড়ে উঠছে এই প্রতিমা। প্রতিমাশিল্পীদের সুনিপুণ হাতে প্রতিদিন একটু একটু করে রূপ পাচ্ছে এই বিশাল কৃতি, যা কেবল উচ্চতায় নয়, নান্দনিকতায় ও অভিনবত্বেও দর্শনার্থীদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এমন বিরল প্রয়াসের ফলে এই প্রতিমা এবারের বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
তবে শুধু পুজো নয়, এই উৎসবকে ঘিরে থাকছে আরও একটি বড় চমক, ১৫ দিনব্যাপী এক জমকালো ‘মিলন মেলা’। পুরুলিয়ার এই মেলায় থাকছে হরেক রকমের দোকানপাট, মুখরোচক খাবারের স্টল, হস্তশিল্প ও খেলনার সম্ভার, সঙ্গে ছোটদের জন্য নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশ্বকর্মা পুজো মানে শুধুই কর্মদেবতার আরাধনা নয়, এটি শিল্প, সংস্কৃতি এবং সমাজের এক অপূর্ব মিলনক্ষেত্র। আর সেই মিলনের বিস্তারেই নতুন মাত্রা যোগ করছে আদ্রা শহরের বাঙালি সমিতির এই ব্যতিক্রমী প্রয়াস। প্রতিমার বিশালত্ব, মেলার বৈচিত্র্য এবং সর্বোপরি জনসম্পৃক্ততা, সব মিলিয়ে এবছরের বিশ্বকর্মা পুজো হয়ে উঠতে চলেছে আদ্রা তথা পুরুলিয়ার অন্যতম আকর্ষণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vishwakarma Puja 2025: পুজোর আগেই বড় চমক! এবার ২৩ ফুটের বিরাট বিশ্বকর্মা, সঙ্গে আবার ১৫ দিনের মিলন মেলা, কোথায় জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement