Viral Video: লাইনে দাঁড়িয়ে দুই ট্রেন! অথচ মদ খেয়ে নেশায় চুর গেটম্যান, যাত্রী-নিরাপত্তা শিকেয়, শিউরে ওঠা ভিডিও দেখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Viral Video: দু'দিকে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু রেলগেট পড়েনি। মদ্যপ অবস্থায় গেটম্যান। মদ খেয়ে চুর, গেটম্যান উল্টে পড়ে যাচ্ছে। দেখুন সেই ভাইরাল ভিডিও...
হুগলি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে রেললাইনের দুই ধরনের ট্রেন দাঁড়িয়ে কিন্তু রেলগেট পড়েনি। গেটম্যান উঠে দাঁড়াতে পারছেন না, বারবার উঠতে গিয়ে তিনি টলে টলে পড়ে যাচ্ছেন!
এমনই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে! ঘটনাটি হাওড়া তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনের। ঘটনাটি ঘটেছেন মঙ্গলবার রাত এগারোটা নাগাদ।
দু’দিকে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু রেলগেট পড়েনি। মদ্যপ অবস্থায় গেটম্যান। মদ খেয়ে চুর, গেটম্যান পড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনায় যাত্রী স্বার্থ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একজন গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
advertisement
advertisement
আরও পড়ুন: খেলোয়াড় থেকে GATE টপার, দেশজুড়ে নজির গড়লেন কলকাতার অর্ণব পাল
প্রত্যক্ষদর্শী শেখ নিয়ামত আলির দাবি, ‘আমি একটা বন্ধুকে আনতে গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ নসিবপুর স্টেশনে যাই। তখন দেখি গেট খোলা, দু’দিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর দেখি কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরে তুলল, গেটম্যান যখন গেট নামাচ্ছে তখন বারবার পড়ে যাচ্ছে। গেট ফেলার সময় আবার সে পড়ে যায়। সেই ভিডিওটাই আমি মোবাইলে রেকর্ডিং করেছি। গেটম্যান পুরো মদ্যপ অবস্থায় ছিল। এই ধরনের ঘটনার ফলে যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা এর উপযুক্ত শাস্তি চাই’।
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
স্থানীয় বাসিন্দা শেখ আসিফ আলি জানিয়েছেন, ‘ভিডিওটি কোনও ফেক ভিডিও নয় এবং কোনও এডিট নয়। গতকাল রাতের এই ভিডিওটি। গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিলেন। কর্মরত অবস্থায় একজন গেটম্যান যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই রেল উপযুক্ত ব্যবস্থা নিক। এই গেটম্যানে আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন বলে জেনেছি।’
advertisement
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ‘আমরা একটি গেটম্যানকে অপ্রকৃস্থ অবস্থায় পেয়েছি। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । রেল যে কোনও ধরনের অবৈধ কার্যকলাপের ঘোরতর বিরোধী। যে কোনও ব্যক্তি যদি কোনও এই ধরনের অপ্রীতিকর ঘটনায় যুক্ত থাকেন, তাঁর বিরুদ্ধে কড়া থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’
advertisement
নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধাড়া জানান, ওই গেটম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। সঙ্গী-সাথীদের নিয়ে যেভাবে গেটের ভেতরে গেটম্যান মদ্যপান করেন এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: লাইনে দাঁড়িয়ে দুই ট্রেন! অথচ মদ খেয়ে নেশায় চুর গেটম্যান, যাত্রী-নিরাপত্তা শিকেয়, শিউরে ওঠা ভিডিও দেখুন

 
              