GATE Topper 2025 Arnab Pal: খেলোয়াড় থেকে GATE টপার, দেশজুড়ে নজির গড়লেন কলকাতার অর্ণব পাল
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
GATE Topper 2025 Arnab Pal: খেলোয়াড় থেকে গেট টপার হয়ে নজির গড়লেন অর্ণব পাল। সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার প্রবেশিকায় প্রথম কলকাতার ছাত্র অর্ণব পাল।
কলকাতা: খেলোয়াড় থেকে গেট টপারের নজির গড়লেন অর্ণব পাল। সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ বা গেটে প্রথম হলেন কলকাতার ছাত্র অর্ণব পাল।
কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির বায়োটেকনোলজির অন্তিম বর্ষের ছাত্র অর্ণব পাল। সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পাওয়ায় গর্বিত প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তিনি আইআইটি মাদ্রাজে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং করতে চান অর্ণব।
তবে অর্ণব ক্রীড়াবিদ হতে চেয়েছিলেন। তিনি ছিলেন জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ। তবে তাঁর জীবন বদলে যায় গত বছর থেকে। ২০২৪ সালে একটি বাইক দুর্ঘটনার মুখে পড়েন।
advertisement
advertisement
আরও পড়ুন: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে
তারপর থেকে মনোনিবেশ করেন পড়াশোনায়। তারপর থেকে এই সাফল্য। অর্ণব নব নালন্দা স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। চলতি বছরে গেট পরীক্ষা হয়েছে ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন: গরম পড়তেই রান্নাঘর-বাথরুমে বাচ্চা আরশোলার উপদ্রব শুরু, মুক্তি পাওয়ার দাওয়াই আছে ঘরেই! জানুন
প্রায় একমাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। তাতেই দেখা গিয়েছে অর্ণব প্রথম হয়েছেন। তাঁর এই সাফল্যে খুশি সকলেই। তবে অর্ণব খেলাধূলা পছন্দ করতেন। একটি দুর্ঘটনা বদলে দেয় তাঁর জীবন। ভবিষ্যতে তিনি এই স্তরে ছাপ রেখে যেতে চান।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 2:06 PM IST