#ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় রাজ্য সড়কের উপর হাতি। ঘটনার জেরে দীর্ঘ সময় স্তব্ধ যানবাহন চলাচল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। রবিবার সকালে জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম-লোধাসুলি বাস রাস্তার মাঝে ৫ নম্বর রাজ্য সড়কের জিতুশোল এলাকায় দাপিয়ে বেড়াল একটি দাঁতাল হাতি। যার ফলে স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাস্তার দু'ধারে বহু বাস-সহ ছোট বড় গাড়ি দাঁড়িয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। (Viral Video)
আরও পড়ুন: আচমকা বাজে মৃত্যুর কোলে মা-ছেলে, আজ নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল, কেন?
সেই সঙ্গে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটিকে রাজ্য সড়ক থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠায় বন দফতরের কর্মীরা। হাতিটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। রবিবার ওই হাতির তাণ্ডবে রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রোজ আম খাওয়ার একটা খারাপ দিক রয়েছে, বড় ক্ষতিটা জানেন তো?
যেভাবে প্রতিদিন ওই এলাকায় হাতি রাজ্য সড়কের উপর এসে পড়ছে তাতে আতঙ্কিত এলাকাবাসীরা। গাড়ি চালাতেও সমস্যায় পড়ছেন চালকেরা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বন দফতর রাজ্য সড়কের ধারে নজরদারি শুরু না করলে রাজ্য সড়কের উপর থেকে হাতিকে সরানো সম্ভব হবে না। সকাল-দুপুর-রাত যে কোনও সময় এভাবে হাতি চলে এসে রাজ্য সড়কের উপরে ঘুরছে। খাবার খুঁজছে। ফলে খুবই ভয়ের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Jhargram, Viral Video