Viral News: গলায় মালা পরিয়েই শুরু হয়...! বেছে নেওয়া যায় পছন্দের সঙ্গীকেও, কী কী হয় জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Viral News: বন্ধুত্ব পাতানোর মেলা হয় পূর্ব বর্ধমানের এই গ্রামে। নিজের পছন্দ মতো মানুষ খুঁজে একে অপরের সঙ্গে পাতান বন্ধুত্ব!
পূর্ব বর্ধমান: বন্ধুত্ব পাতানোর মেলা হয় পূর্ব বর্ধমানের এই গ্রামে। নিজের পছন্দ মতো মানুষ খুঁজে একে অপরের সঙ্গে পাতান বন্ধুত্ব! এখন আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতেই একে অপরের বন্ধু হয়ে ওঠেন। তবে বর্ধমানের এই গ্রামে বিয়ের মতো মালা পরিয়ে বন্ধুত্ব পাতানো হয়। এই মেলা বা উৎসব যেন বন্ধুত্ব পাতানোর উৎসব। নিজের পছন্দমতো মানুষ খুঁজে তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতান গ্রামের আট থেকে আশি সকলেই। পছন্দের মানুষের গলায় মালা পরিয়ে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন, হয়ে ওঠেন একে অপরের বন্ধু।
পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে এই বিশেষ উৎসব হয়। স্থানীয়রা এই উৎসবকে বলেন ‘সয়লা উৎসব’। যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে বন্ধু পাতিয়ে শপথ নেন। হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে-দুঃখে, আনন্দে-বিষাদে, সব সময়ে একে অপরের পাশে থাকার। এটাই এই উৎসবের বিশেষ রীতি। এই প্রসঙ্গে সরঙ্গা গ্রামের প্রবীণ নাগরিক রামসংকর দানা জানিয়েছেন, “আমার বয়স এখন ৭৫ বছর। পুরনো বন্ধুর সঙ্গে আবার বন্ধুত্ব পাতালাম। খুবই ভাল লাগছে। তবে এটাই হয়তো আমাদের শেষ। কারণ এরপর বারো বছর অবধি আমরা আর যাব না। এই উৎসব খুব বড় করে হয়।”
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত প্রত্যন্ত এবং বর্ধিঞ্চু গ্রাম সরঙ্গা। এখানে প্রত্যেক বারো বছর অন্তর সয়লা উৎসবের আয়োজন করা হয়। প্রস্তুতি শুরু হয় এক মাস আগে। এক মাস ধরে গ্রামের সমস্ত মন্দিরে গিয়ে পান-সুপুরি দিয়ে দেবদেবীকে আমন্ত্রণ জানান গ্রামবাসীরা। মা মনসার পুজো হয়ে যাওয়ার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব।
advertisement
নিজের পছন্দমতো মানুষ খুঁজে তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতান গ্রামের আট থেকে আশি সকলেই। পছন্দের সঙ্গীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে সারাজীবন একে অপরের পাশে থাকার শপথ নেন। এবারেও বারো বছর পর বন্ধুত্ব পাতানোর সেই উৎসব চলল সরঙ্গা গ্রামের সয়লার মাঠে। এই উৎসব এলেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পছন্দের মানুষ খুঁজে বন্ধুত্ব পাতান। অনেকে আবার পুরনো বন্ধুকেই পুনরায় বন্ধু পাতিয়ে স্মৃতিচারণ করেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: গলায় মালা পরিয়েই শুরু হয়...! বেছে নেওয়া যায় পছন্দের সঙ্গীকেও, কী কী হয় জানলে মাথা ঘুরে যাবে!