Viral Kali Temple: বাড়ির অমতে বিয়ে? এই কালী মন্দিরে এলেই চার হাত এক হবে! অবাক কাণ্ড
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Kali Temple: এই মন্দিরে বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকাদের ভিড় লেগেই থাকে! মায়ের কৃপায় দুই মনের মানুষের মিলন হয় এখানে! জানুন
পশ্চিম বর্ধমান : বাংলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মন্দির। প্রত্যেকটি মন্দিরের সঙ্গেই রয়েছে কোনও না কোনও কাহিনি। কোনও মন্দিরের পুজোর বিশেষত্ব রয়েছে। কোনও মন্দিরে দেবীর। দুর্গাপুরের বিখ্যাত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম পিয়ালা কালীবাড়ি। জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এই কালী মন্দিরটি। সত্তরের দশকে নির্মিত এই মন্দিরটি চার হাত এক হওয়ার গন্তব্য হিসেবে প্রথম পছন্দ।
মন্দিরের বর্তমান সেবাই শুভাশিষ মিশ্র জানিয়েছেন, তার দাদু পঞ্চানন মিশ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। একটা সময় জাতীয় সড়কের আরও গা ঘেঁষে এই মন্দিরটি অবস্থিত ছিল। তবে বর্তমানের নতুন মন্দিরটি জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে সকাল বিকেল দু’বেলা ভক্তদের ভিড় লেগে থাকে। বিশেষ বিশেষ দিনগুলিতে ভিড় হয় আরও।
advertisement
advertisement
তবে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অবস্থিত এই পিয়ালা কালী মন্দির বিশেষভাবে পরিচিত বিয়ের জন্য। অর্থাৎ এই মন্দিরে অনেকেই আসেন বিয়ে করতে। যারা বাড়ির অমতে বিয়ে করেন, তাদের প্রথম পছন্দ পিয়ালা কালিবাড়ি। তাছাড়াও মন্দিরে যে সমস্ত বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার সংখ্যাও এই মন্দিরে অনেকটাই বেশি। যদিও এর পিছনে বিশেষ কোনও কারণ রয়েছে কিনা, তা কারওর জানা নেই।
advertisement
এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় মায়ের অষ্টমঙ্গলা। সেদিন বিশেষ ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রত্যেক শনি ও মঙ্গলবার এখানে ভক্তদের ভিড় দেখা যায়। সবমিলিয়ে দুর্গাপুরে যতগুলি বিখ্যাত কালী মন্দির রয়েছে, সেই তালিকায় নাম রয়েছে এই কালী বাড়ির। তুলনায় অনেকটা নতুন হলেও, এই মন্দির শহরবাসীর কাছে বেশ শ্রদ্ধা এবং ভক্তির জায়গা।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 10, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Kali Temple: বাড়ির অমতে বিয়ে? এই কালী মন্দিরে এলেই চার হাত এক হবে! অবাক কাণ্ড









