Nadia News: উচ্চশিক্ষায় মেলেনি চাকরি! রানাঘাটে ভাইরাল 'বিএড ফুচকা দিদি'... গল্প শুনলে অবাক হবেন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন
রানাঘাট: উচ্চশিক্ষায় পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছেন পূজা।আড়াই বছর বয়সে বাবা ছেড়ে চলে গিয়েছেন, এরপর থেকে সংসারের হাল ধরতে মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন। বাড়িঘর বলতে সরকারি জায়গায় ছোট্ট একটি ঘরে মা-মেয়ের সংসার। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ চালিয়ে গিয়েছেন মামা। কিন্তু মামার পক্ষেও পূজার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু খরচ যোগাবে কে ? কোথায় পাবেন অর্থ? নাচ করেছেন, মুক্তমঞ্চে গান গেয়েছেন। তারপর এই সিদ্ধান্ত।
পূজার মা মিনা দেবী বলেন, ‘পূজার যখন বয়স আড়াই বছর তখন থেকে বাবা নিখোঁজ। এরপর থেকেই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছি। আমরা বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন চাবি গেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করি। তবে মেয়ে পড়াশোনার খরচ নিজেই জোগাড় করত। পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে, তাই নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুলল। তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেয় না।’
advertisement
আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?
পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন। প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন। পূজার আক্ষেপ, বিএড (BEd) পাশ করে যখন চাকরি পাননি, তখন এই প্রতিষ্ঠানের নাম রেখেছেন বিএড( BEd) ফুচকা দিদি। ক্রেতারা বলেন, “দিদিকে দেখে অনেক মেয়েরাই উৎসাহিত হবেন। কোনও কাজে লজ্জা নেই, সৎ ভাবে সব কাজ করা যায়” ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: উচ্চশিক্ষায় মেলেনি চাকরি! রানাঘাটে ভাইরাল 'বিএড ফুচকা দিদি'... গল্প শুনলে অবাক হবেন