Kashmir Terrorist Attack: কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kashmir Terrorist Attack: পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে বেনজির পর্যটক হত্যার পিছনে হামলাকারী লস্কর-ই-তৈবার তিন জঙ্গির মধ্যে দু'জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বৃহস্পতিবার রাতে।
শ্রীনগরঃ পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে বেনজির পর্যটক হত্যার পিছনে হামলাকারী লস্কর-ই-তৈবার তিন জঙ্গির মধ্যে দু’জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বৃহস্পতিবার রাতে। দক্ষিণ কাশ্মীরের ত্রালে আসিফ ফৌজি ওরফে আসিফ শেখের বাড়ি ভেঙে দেওয়া হয়। পুলওয়ামা জেলার অবন্তীপুরের ত্রাল এলাকার মোংহামায় বিস্ফোরণে আসিফ শেখের বাড়িও ধ্বংস হয়। পাশাপাশি, বিজবেহারার গুড়ির বাসিন্দা লস্কর-ই-তৈবা জঙ্গি আদিল হুসেন ঠোকারের বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় জড়িত জঙ্গিদের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে স্কেচ তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, স্কেচগুলি আসিফ ফৌজি বা আসিফ শেখ, সুলেমান শাহ এবং আবু তালহার ছবি। তিন জঙ্গির কোড নাম মুসা, ইউনুস এবং আসিফ বলে জানা গিয়েছে। পুঞ্চে সন্ত্রাসের ঘটনাতেও তারা জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ উত্তর সিকিম! তুমুল বৃষ্টি, ধসে বিপর্যস্ত লাচুং-লাচেন-মুন্সিথাং, আটকে ১০০০ পর্যটক
সূত্রের খবর, ২০১৮ সালে আইনত পাকিস্তানে গিয়েছিল আদিল, সেখানে সে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিয়েছিল। পহেলগাঁওয়ের বৈসরনে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্দেহভাজন সন্ত্রাসীরা পর্যটকদের উপর গুলি চালালে এই হামলা হয়। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলা চালানো হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 10:40 AM IST