Sikkim Landslide: বন্ধ উত্তর সিকিম! তুমুল বৃষ্টি, ধসে বিপর্যস্ত লাচুং-লাচেন-মুন্সিথাং, আটকে ১০০০ পর্যটক

Last Updated:

Sikkim Landslide: লাচেন, লাচুংয়ে বেড়াতে গিয়ে বিপত্তি। ধসে বন্ধ রাস্তা, আটকে প্রায় পর্যটকদের ২০০ গাড়ি। আটকে পড়া পর্যটকদের গুরুদ্বারায় ITBP ক্যাম্পে রাখা হয়েছে। লাচুংয়ে আটকে পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক।

সিকিমে ধস।
সিকিমে ধস।
লাচুং: অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর সিকিম! ভয়াবহ ধস উত্তর সিকিমে! নর্থ সিকিমের লাচেন-লাচুং এবং চুংথাংয়ের মধ্যবর্তী অংশে ধস। ধস নেমেছে মুন্সিথাংয়েও। আর তার জেরে এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ গ্যাংটক-লাচেন সড়ক যোগাযোগ। চুংথাংয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। ধস সরানোর কাজ শুরু করেছে BRO (বর্ডার রোডস অর্গামাইজেশন)-এর জওয়ানরা। রাস্তা পরিষ্কার হলে চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনা হবে গ্যাংটকে। গোটা বিষয়ে নজর রাখছে মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিপর্যস্ত নর্থ সিকিম। লাচেন, লাচুংয়ে বেড়াতে গিয়ে বিপত্তি। আটকে প্রায় পর্যটকদের ২০০ গাড়ি। আটকে পড়া পর্যটকদের গুরুদ্বারায় ITBP (ইন্দো-তিব্বেতিয়ান বর্ডার পুলিশ) ক্যাম্পে রাখা হয়েছে। লাচুংয়ে আটকে পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক। ধস সরানোর কাজ শুরু করেছে BRO (বর্ডার রোডস অর্গামাইজেশন)-এর জওয়ানরা। রাস্তা পরিষ্কার হলে চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনা হবে গ্যাংটকে।
advertisement
আরও পড়ুনঃ তুমুল কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক বজ্রপাত! কোন কোন জেলায় আবহাওয়া বদল? কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় খবর
আজ শুক্রবার উত্তর সিকিম ভ্রমণে সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। কোনও পর্যটককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যে সব পর্যটকদের কাছে পারমিট ছিল, তা বাতিল করা হয়ে এদিনের জন্য। কোনও পর্যটকদের গাড়ি আজ শুক্রবার যাবে না উত্তর সিকিমের লাচুং, লাচেনের পথে। এদিনও সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে নর্থ সিকিমে।
advertisement
advertisement
চরম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আটকে পড়েছে বহু গাড়ি। বৃহস্পতিবার বিকেল থেকে অবিরাম বৃষ্টি চলছে, তাতেই এই মহা বিপর্যয়। পাহাড়ি ঝোরার জল মূল রাস্তায় উঠে এসেছে, জল থই থই রাস্তা। পারাপারের সময় সেখানেও আটকে পড়ে গাড়ি। তবে চালক সুরক্ষিত। মঙ্গন ও লাচুংয়ের সংযোগকারী রাস্তা। ধস বিধ্বস্ত মুন্সিথাং থেকে কিছুটা ওপরে। তার জেরে উত্তর সিকিম কার্যত বিচ্ছিন্ন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sikkim Landslide: বন্ধ উত্তর সিকিম! তুমুল বৃষ্টি, ধসে বিপর্যস্ত লাচুং-লাচেন-মুন্সিথাং, আটকে ১০০০ পর্যটক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement