Bhuban Badyakar’s new house : মার্বেলের মেঝে, আলোর কারুকার্য! তৈরি হচ্ছে ভুবন বাদ্যকরের নতুন বাড়ি

Last Updated:

Bhuban Badyakar’s new house : একসময় গ্রামে গ্রামে গান করে বাদাম বিক্রি করতেন। সেই কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর নামডাক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাঁর।

Bhuban Badyakar’s new house
Bhuban Badyakar’s new house
দুবরাজপুর: সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি যারা সেলিব্রিটি হয়ে উঠেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত, লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। একসময় গ্রামে গ্রামে গান করে বাদাম বিক্রি করতেন। সেই কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর নামডাক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাঁর।
ওই ভুবন বাদ্যকর এবার নিজের জন্য তৈরি করাচ্ছেন একটি ঝাঁ-চকচকে বাড়ি। কাঁচা বাদাম গান গেয়ে বিভিন্ন অনুষ্ঠান থেকে তিনি যে রোজগার করেছেন, তা দিয়েই এই নতুন একতলা পাকা বাড়ি তৈরি করাচ্ছেন। এই বাড়িতে রয়েছে দুটি ঘর এবং একটি বারান্দা। বারান্দায় দিয়ে নানান কারুকার্য করার কাজ চলছে, মেঝেতে বসানো হয়েছে মার্বেল,  চলছে আলোর কারুকার্য করার কাজও। পাশাপাশি বাকি দুটি ঘরের মেঝেতেও টাইলস বসানো হয়েছে। সেখানেও আলোর কারুকার্য থাকছে।
advertisement
ভিতরের ঘরগুলি প্লাস্টার সম্পন্ন হলেও এখনো রং করা বাকি রয়েছে। ঘরের বাইরের প্লাস্টার করাও বাকি, তবে কাজ চলছে জোরকদমে। দরজা-জানলার নকশা সবই অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি।
advertisement
আরও পড়ুন : সামান্য কিছু টিপস মানলেই এসি মেশিন দেদার চালালেও বিদ্যুতের বিল বাড়বে না
ভুবন বাদ্যকর বাড়ি তৈরি করার জন্য সরকারি প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকা দিয়ে বাড়ির কিছুটা অংশ তৈরি করা হয়। কিন্তু তারপর লকডাউনের কারণে বাকি টাকা খরচ করে ফেলায় আর বাড়ি করার স্বপ্ন বাস্তব হয়ে উঠেনি। এরপর হঠাৎ তাঁর 'কাঁচা বাদাম' গান ভাইরাল হওয়ায় ভাগ্য ফিরে যায় ভুবনের। ভুবনজোড়া খ্যাতি লাভ হয় তাঁর। দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও ভাইরাল কাঁচা বাদাম গান। এই গানের জন্য তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন, এমনকি টিভির রিয়েলিটি শো অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেছেন।
advertisement
আরও পড়ুন : যৌন সঙ্গমের সময়ও প্রাক্তনকে নিয়ে ভাবেন? এটা কি অপরাধবোধ বা বিশ্বাসঘাতকতা?
এই সব অর্থ সঞ্চয় করে তৈরি করছেন তাঁর নতুন স্বপ্নের বাড়ি। ভুবন বাদ্যকর যে বাড়িটি তৈরি করছেন তার জন্য ইতিমধ্যেই ছয় লক্ষ টাকা খরচ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন : Optical Illusion: এই ছবিতে কিন্তু একটি বিড়াল লুকিয়ে আছে! খুঁজে পাচ্ছেন কি?
তার বাড়ি সাজিয়ে তোলার কাজ করছেন কলকাতার এক শিল্পী। তবে এই বাড়ি তৈরি করতে পেরে তিনি এখন অনেকটাই খুশি। কারণ তাকে জীবনের বড় অংশ একটি মাটির বাড়িতে, একটি ঘরের মধ্যে থেকেই কাটাতে হয়েছে।
advertisement
অন্যদিকে, এই নতুন বাড়ি তৈরি করার পাশাপাশি ভুবন বাদ্যকর তাঁর এই নতুন বাড়ি নিয়ে বেঁধে ফেলেছেন একটি নতুন গান।
( প্রতিবেদন : Madhab Das)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhuban Badyakar’s new house : মার্বেলের মেঝে, আলোর কারুকার্য! তৈরি হচ্ছে ভুবন বাদ্যকরের নতুন বাড়ি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement