Optical Illusion: এই ছবিতে কিন্তু একটি বিড়াল লুকিয়ে আছে! খুঁজে পাচ্ছেন কি?

Last Updated:

Optical Illusion: ছবিটি দেখলে মনে হবে এই বিড়ালটিকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বেশিরভাগই লম্বা গাছ এবং কাঠের স্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি।

If you see the picture, this cat is really hard to find.
If you see the picture, this cat is really hard to find.
অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ? কেউ কেউ বলবেন সেটা আবার কী? আসলে মানুষের চোখের কিংবা মস্তিস্কের ধাঁধায় ধরা পড়ে যেতে পারে ওই ব্যক্তি কেমন মনের মানুষ ।
সম্প্রতি একজন রেডডিট ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন, যাতে কাঠের স্তূপ রয়েছে। ছবিটি শেয়ার করে তিনি জিজ্ঞাসা করেছিলেন ছবিতে কোনও প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে কিনা। বেশিরভাগেরই উত্তর ছিল একটি না৷ কিন্তু বাস্তবে সেই স্তূপের মধ্যে একটি বিড়াল লুকিয়ে ছিল। আসুন ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। ছবিটি দেখলে মনে হবে এই বিড়ালটিকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বেশিরভাগই লম্বা গাছ এবং কাঠের স্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি। কিন্তু আপনি যখন গভীরভাবে তাকাবেন তখন সেই কাঠের স্তূপে একটি ঘুমন্ত বিড়াল দেখতে পাবেন।
advertisement
advertisement
আমরা এটি খুঁজতে সাহায্য করছি। কাঠের বড় টুকরোটি দেখুন, এবার দ্বিতীয় সারিতে ফোকাস করুন। তবে বিড়াল এটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হল রঙের মিশ্রণ। রঙের জন্যই বিভ্রমটা হয়৷ তবে ভাল করে দেখলেই বিড়ালটা খুঁজে পাওয়া যাবে৷
advertisement
অপটিক্যাল ইলিউশন নিয়ে নানান খেলা সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং। মানুষ এই ধরনের ছবি দেখে শুধু আনন্দই পান না, এই জাতীয় ছবি মানুষের ভেতরে লুকিয়ে থাকা নানা দিককে সহজে চিনতে সাহায্য করে। অপটিক্যাল ইলিউশন দিয়ে যখন কোনও শিল্প গড়ে ওঠে তখন তার ফলাফল দাঁড়ায় অসাধারণ। শিল্প এবং অপটিক্যাল ইলিউশনের এমনই একটি মিশ্রণ ইন্টারনেটে ঝড় তুলেছে।
advertisement
সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানীরা তাই অনেক সময়ে একজন মানুষের ব্যক্তিত্ব এবং মনের অবস্থা পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ব্যবহার করেন। এই অপটিক্যাল ইলিউশনেই ধরা পড়ে যেতে পারে কীভাবে আমাদের মস্তিষ্ক চাক্ষুষ অনুভূতির পরিবর্তে উপলব্ধির উপর নির্ভর করে। এক কথায় সহজ ভাবে বলতে গেলে আমরা যা চোখে দেখছি, তার ওপরেই আমাদের মন এবং তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে নিরভর করে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এই ছবিতে কিন্তু একটি বিড়াল লুকিয়ে আছে! খুঁজে পাচ্ছেন কি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement