Relationship: যৌন সঙ্গমের সময়ও প্রাক্তনকে নিয়ে ভাবেন? কেন হয়? এটা কি অপরাধবোধ বা বিশ্বাসঘাতকতা?

Last Updated:
Relationship: ঘনিষ্ঠ সময়েও নানা ধরনের চিন্তা স্থান পায় মনের জটিল আনাচে কানাচে৷ কাজের চিন্তা থেকে শুরু করে নানা জায়গায় ঘুরে বেড়ায় আমাদের মন৷
1/8
মনের চেয়ে দ্রুত গতিসম্পন্ন আর কিছুই হয় না৷ এমনকী, যৌন সঙ্গমের সময়েও মন আমাদের বশে থাকে না৷ ঘনিষ্ঠ সময়েও নানা ধরনের চিন্তা স্থান পায় মনের জটিল আনাচে কানাচে৷ কাজের চিন্তা থেকে শুরু করে নানা জায়গায় ঘুরে বেড়ায় আমাদের মন৷
মনের চেয়ে দ্রুত গতিসম্পন্ন আর কিছুই হয় না৷ এমনকী, যৌন সঙ্গমের সময়েও মন আমাদের বশে থাকে না৷ ঘনিষ্ঠ সময়েও নানা ধরনের চিন্তা স্থান পায় মনের জটিল আনাচে কানাচে৷ কাজের চিন্তা থেকে শুরু করে নানা জায়গায় ঘুরে বেড়ায় আমাদের মন৷
advertisement
2/8
এমনকি, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়াও বিচিত্র নয়৷ সমীক্ষা বলছে, ইংল্যান্ডে ৪৬ শতাংশ মহিলা ও ৪২ শতাংশ পুরুষ শারীরিক সম্পর্কের সময় তাঁদের প্রাক্তনের কথা ভাবতে থাকেন৷
এমনকি, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়াও বিচিত্র নয়৷ সমীক্ষা বলছে, ইংল্যান্ডে ৪৬ শতাংশ মহিলা ও ৪২ শতাংশ পুরুষ শারীরিক সম্পর্কের সময় তাঁদের প্রাক্তনের কথা ভাবতে থাকেন৷
advertisement
3/8
অনেকেই এই চিন্তার ফলে অপরাধবোধে ভুগতে থাকেন৷ এদিকে এরকম কথা বলে উতে পারেন না সঙ্গী বা সঙ্গিনীকেও৷ মনোবিদদের পরামর্শ, এহেন অবস্থায় প্রশ্ন করতে হবে নিজেকেই৷ কেন এই চিন্তা আসছে?
অনেকেই এই চিন্তার ফলে অপরাধবোধে ভুগতে থাকেন৷ এদিকে এরকম কথা বলে উতে পারেন না সঙ্গী বা সঙ্গিনীকেও৷ মনোবিদদের পরামর্শ, এহেন অবস্থায় প্রশ্ন করতে হবে নিজেকেই৷ কেন এই চিন্তা আসছে?
advertisement
4/8
আপনি কি প্রাক্তনকে কাছে পেতে চাইছেন? নাকি অতীতের কোনও ঘটনার কথা মনে পড়ছে নিছকই, যা আপাতভাবে নির্দোষ৷ উত্তরের উপর নির্ভর করে ভাবুন এই মনোভাবের কথা শয্যাসঙ্গীকে বলবেন কিনা৷
আপনি কি প্রাক্তনকে কাছে পেতে চাইছেন? নাকি অতীতের কোনও ঘটনার কথা মনে পড়ছে নিছকই, যা আপাতভাবে নির্দোষ৷ উত্তরের উপর নির্ভর করে ভাবুন এই মনোভাবের কথা শয্যাসঙ্গীকে বলবেন কিনা৷
advertisement
5/8
ব্যক্তিগত চিন্তা থাকতেই পারে৷ কিন্তু কেবল ব্যক্তিগত চিন্তার পরিচয় দিয়ে সহ্গমের সময় প্রাক্তনের কথা মনে আসার কথা চট করে বর্তমান সঙ্গীকে বলা কাজের কথা নয়৷ বলছেন মনোবিদরা৷
ব্যক্তিগত চিন্তা থাকতেই পারে৷ কিন্তু কেবল ব্যক্তিগত চিন্তার পরিচয় দিয়ে সহ্গমের সময় প্রাক্তনের কথা মনে আসার কথা চট করে বর্তমান সঙ্গীকে বলা কাজের কথা নয়৷ বলছেন মনোবিদরা৷
advertisement
6/8
পরিবর্তে তাঁরা প্রশ্ন করতে বলছেন নিজেকেই৷ উত্তর পেলে তবেই ঠিক করা যেতে পারে সঙ্গীকে এ কথা বলা যাবে কিনা৷ তাছাড়া উত্তর পেলে সমাধানের পথও সুগম হবে৷
পরিবর্তে তাঁরা প্রশ্ন করতে বলছেন নিজেকেই৷ উত্তর পেলে তবেই ঠিক করা যেতে পারে সঙ্গীকে এ কথা বলা যাবে কিনা৷ তাছাড়া উত্তর পেলে সমাধানের পথও সুগম হবে৷
advertisement
7/8
তবে মনোবিদদের মত, বর্তমান সম্পর্ক খুব মজবুত ভিতের উপর না থাকলে এই গোপনতম কথা বর্তমান সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভাগ না করে নেওয়াই ভাল৷ নয়তো সম্পর্কে সংশয়, ঈর্ষা, আঘাতের অনুষঙ্গ ঢুকে পড়তে বাধ্য৷
তবে মনোবিদদের মত, বর্তমান সম্পর্ক খুব মজবুত ভিতের উপর না থাকলে এই গোপনতম কথা বর্তমান সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভাগ না করে নেওয়াই ভাল৷ নয়তো সম্পর্কে সংশয়, ঈর্ষা, আঘাতের অনুষঙ্গ ঢুকে পড়তে বাধ্য৷
advertisement
8/8
কিন্তু নিজের মনের কাছে পরিষ্কার থাকতেই হবে৷ কেন প্রাক্তনের চিন্তা আপনাকে গ্রাস করছে অন্তরঙ্গতম সময়ে? কারণ মনোবিদদের মত, বর্তমান সম্পর্কে ফাঁক থাকলে তবেই মনে ভিড় করে প্রাক্তনকে নিয়ে চিন্তা৷ তাই মেরামত করে নেওয়া উচিত বর্তমান সম্পর্কের ফাটলগুলোই৷
কিন্তু নিজের মনের কাছে পরিষ্কার থাকতেই হবে৷ কেন প্রাক্তনের চিন্তা আপনাকে গ্রাস করছে অন্তরঙ্গতম সময়ে? কারণ মনোবিদদের মত, বর্তমান সম্পর্কে ফাঁক থাকলে তবেই মনে ভিড় করে প্রাক্তনকে নিয়ে চিন্তা৷ তাই মেরামত করে নেওয়া উচিত বর্তমান সম্পর্কের ফাটলগুলোই৷
advertisement
advertisement
advertisement