রেশনে খারাপ চাল দেওয়ায় বিক্ষোভ বিনপুরে
Last Updated:
রেশনে খারাপ চাল-ডাল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিনপুর ৷ ঝাড়গ্রামের বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের কোরকরা এলাকায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
#ঝাড়গ্রাম: রেশনে খারাপ চাল-ডাল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিনপুর ৷ ঝাড়গ্রামের বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের কোরকরা এলাকায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। শনিবার সকাল ৮টা থেকে রেশনের দোকানে লাইন দেন গ্রাহকরা। রেশন বিতরণ শুরু হতেই দেখা যায় ডিলার দুলাল চন্দ্র প্রতিহার খারাপ চাল বিতরণ করছেন। চালের মধ্যে প্রচুর পোকা ও নোংরা ৷ এর পরেই ক্ষেপে ওঠে গ্রামবাসীরা ৷ শুরু হয় বিক্ষোভ ৷
এর আগেও বেশ কয়েকবার চাল দুর্নীতির অভিযোগ উঠেছে । এর পরেও কোন পরিবর্তন না হওয়ায় শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রেশনদ্রব্য বিতরন বন্ধ রেখে ডিলারকে বাইরে বের করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন বিনপুর থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী ৷ সমস্ত অভিযোগ শুনে খাদ্য দপ্তরের আধিকারিক না আসা পর্যন্ত ও কোনও সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগ পলাশবনি কোরকরা চাঁদাবিলা মোহনপুর মাধবপুর বেলেবেড়া সহ ১০-১২ টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ এই ডিলারের উপর নির্ভরশীল। আগের ডিলার স্বপন কুমার বিদকে দুর্নীতির অভিযোগে একবছর আগে সাসপেন্ড করা হয়। তার জায়গায় দুলাল চন্দ্র পতিহারকে দায়িত্ব দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ, দুলাল চন্দ্র পতিহারও দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাঁকে মদন দিচ্ছেন দাপুটে রাজনীতিবিদরা ৷ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডিলার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2016 8:09 PM IST