বিজেপি-কে ভোট দেওয়ার মাসুল? আবাসের ঘর পেল না গোটা গ্রাম
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা নির্মল বেরার অভিযোগ, "এই গ্রাম, অর্থাৎ, বুথের মানুষ সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত। এই নিয়ে তাঁরা একাধিক বার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি।" তাঁর দাবি, কলাইকুন্ডা গ্রামের মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
#দক্ষিণবঙ্গ: রয়েছে আধার কার্ড। ভোটার কার্ড, ভাঙাচোরা বসতবাড়িও রয়েছে। কিন্তু আবাস যোজনার তালিকায় আসেনি গ্রামের কোনও ব্যক্তির নাম। তবে কি গ্রামে কোনও দরিদ্র পরিবারই নেই?
এর পিছনে, অন্য যুক্তি খাঁড়া করছেন এলাকার পঞ্চায়েত সদস্য। তাঁর দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম থেকে জয়লাভ করেছিল বিজেপি। সেইকারণেই হয়ত শাসকদল তৃণমূল গ্রামের সবরকমের সরকারি পরিষেবা আটকে রাখছে।
advertisement
advertisement
এতক্ষণ যে এলাকা নিয়ে কথা হল, তা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লক। এই পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতেরই কলাইকুন্ডু গ্রাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই বারবার তাঁদের নানা ধরনের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
কলাইকুন্ডু গ্রামে ভোটার সংখ্যা প্রায় হাজার। গ্রামবাসীদের দাবি, আবাস যোজনার তালিকাতে গ্রামের কোনও মানুষেরই নাম নেই। কিন্তু গ্রামের প্রত্যেকটি মানুষই আবাস যোজনায় বাড়ি পাওয়ার উপযোগী। ভাঙাচোরা মাটির বাড়িতে অধিকাংশ মানুষের জীবনযাপন। তারপরও কেন আবাস যোজনার তালিকায় গ্রামের কারোর নাম এল না, তা বুঝেই উঠতে পারছেন না তাঁরা।
গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা নির্মল বেরার অভিযোগ, "এই গ্রাম, অর্থাৎ, বুথের মানুষ সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত। এই নিয়ে তাঁরা একাধিক বার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি।" তাঁর দাবি, কলাইকুন্ডা গ্রামের মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
advertisement
বিজেপি নেতার এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান দিপালি ঘোষ। তাঁর দাবি, শুধু কলাইকুন্ডু গ্রাম নয় এরকম আরও বেশ কয়েকটি গ্রাম সংসদ তালিকা থেকে বাদ গিয়েছে। এ ব্যাপারে তিনি দুঃখিত। ব্লক প্রশাসনকেও তিনি বিষয়টি জানিয়েছেন।
সুকান্ত চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 09, 2023 10:28 AM IST