East Bardhaman : ভরা ফাল্গুনে মুসুরী মায়ের পুজো ঘিরে উৎসবের মেজাজে বর্ধমানের আমড়া গ্রামের বাসিন্দারা

Last Updated:

East Bardhaman : এই পুজোকে ঘিরে ছোট আকারে মেলাও বসে এলাকায়

পুজোকে ঘিরে ছোট আকারে মেলাও বসে এলাকায়
পুজোকে ঘিরে ছোট আকারে মেলাও বসে এলাকায়
বর্ধমান: বর্ধমানের দু'নম্বর ব্লকে (Bardhaman) আমড়া গ্রামে হচ্ছে মুসুরী মায়ের পুজো। প্রত্যেক বছর এই সময় পূজিত হন এই মুসুরী মা। ৪০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে বলে জানান পুজো উদ্যোক্তারা। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন মুসুরী মায়ের কাছে। অনেকে মানত করে যান তাঁদের মনস্কামনা নিয়ে। এই পুজোকে ঘিরে ছোট আকারে মেলাও বসে এলাকায় ।
এলাকার বাসিন্দা শান্তনু মজুমদার বলেন , ‘‘প্রায় ৪০০ বছর ধরে এই মুসুরী মায়ের পুজো হয়ে আসছে। এই মা খুব জাগ্রত। অনেকেই মায়ের দেখা পেয়েছেন। ফলে গ্রামের সকলে মানেন এই মুসুরী মাকে। পাশেই জাতীয় সড়ক থেকে যে সব চালকরা যান, তাঁরাও প্রণাম করে যান, তাঁরা বিশ্বাস করেন মায়ের দর্শন পেলে যাত্রা ভাল হয়। পুজো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ছোট করে মেলাও হয়। গ্রামের মানুষজন পুজো নিয়ে খুব উৎসাহিত থাকেন।"
advertisement
advertisement
আরও পড়ুন : জলে কুমির, ডাঙায় বন্য শূকর, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সতর্কতামূলক প্রচার বন দফতরের
পুজো কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী বলেন,  ‘‘প্রায় ৪০০ বছর আগে এই এলাকার এক পুরোহিত স্বপ্ন দেখেন যে বসন্ত মা অর্থাৎ মুসুরী মা এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এর পর এখানে পুজো শুরু হয় মায়ের। স্বপ্নাদেশ পাওয়া পুরোহিতই পুজো করেন এখানে। বংশ পরম্পরায় পুজো করে আসছেন তাঁরা। প্রায় ৩৮ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত বলেও জানান তিনি। কিছু দানসামগ্রী আসে, তা বছরের পর বছর ধরে পুজোর কাজে ব্যবহার হয়ে আসছে। শুধু আমড়া গ্রাম নয়, আশপাশের একাধিক গ্রাম থেকে পুজো দিতে আসেন অনেকে। বলিও দেওয়া হয় এখানে, যদিও ছাগ বলি বর্তমানে বন্ধ।’’ সব মিলিয়ে এই পুজো ঘিরে উৎসবের মেজাজে আছেন স্থানীয় গ্রামের মানুষজন।
advertisement
( প্রতিবেদন : মালবিকা বিশ্বাস)
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman : ভরা ফাল্গুনে মুসুরী মায়ের পুজো ঘিরে উৎসবের মেজাজে বর্ধমানের আমড়া গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement