Elephant Attack: পায়ের তলায় পিষে দিচ্ছে বিঘার পর বিঘা ধান! যখন তখন চালাতে পারে হামলা...কার আতঙ্কে কাঁপছে পুরো এলাকা? জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
লোধাশুলি বিটে গত সাতদিন ধরে ১০টি দাঁতালের একটি দল অবস্থান করছে।শিরশি গ্রামে রাত এগারোটা নাগাদ একটি দল ছুট দাঁতাল ঢুকে পড়ে ।
ঝাড়গ্রাম: আবারও লোকালয়ে ঢুকে তাণ্ডব দল ছুট দাঁতালের। ঝাড়গ্রাম বন বিভাগের লোধাশুলি বিটের শিরশি গ্রামের ঘটনা। গভীর রাতে গ্রামে ঢুকে পড়ে একটি দল ছুট দাঁতাল। এই ঘটনা জঙ্গলমহলের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দল ছুট দাঁতাল খাবারের খোঁজে ঢুকে পড়ছে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে।
জানা গিয়েছে, লোধাশুলি বিটে গত সাতদিন ধরে ১০টি দাঁতালের একটি দল অবস্থান করছে। শিরশি গ্রামে রাত এগারোটা নাগাদ একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে। এলাকায় হাতি ঢুকে পড়ার খবর চাউর হতেই গ্রামবাসীরা মশাল হাতে বেরিয়ে পড়ে। গ্রামবাসীদের প্রচেষ্টায় ওই দল ছুট দাঁতালটিকে শিরশি গ্রাম থেকে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
ঘটনার আনুমানিক ২ ঘন্টা পর গভীর রাতে পুনরায় সেই দল ছুট দাঁতাল ঢুকে পড়ে শিরশি গ্রামে। গ্রামে ঢুকেই তাণ্ডব চালাতে শুরু করে চাষের জমিতে। প্রায় ঘন্টাখানেক জমিতে তাণ্ডব চালায় ওই দাঁতাল।
এরপর বিষয়টি জানতে পারে শিরশি গ্রামের গ্রামবাসীরা। আবারও প্রত্যেকে মশাল হাতে বেরিয়ে আসে দাঁতালকে তাড়াতে। দীর্ঘক্ষণ বহু প্রচেষ্টার পর তারা দাঁতালকে তাড়াতে সক্ষম হন। দলছুট দাঁতালকে জঙ্গলে তাড়ানোর পর শিরশি গ্রামের চাষিদের মাথায় হাত পড়ে।
advertisement
একাধিক চাষির বিঘার পর বিঘা ধান জমি নষ্ট করে দাঁতাল। এই সময় প্রচুর জমিতে ধান চাষ হয়েছে । হাতির পায়ে পিষে বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে বলে দাবি চাষিদের। হাতির উপদ্রব ঠেকাতে তারা রাতের বেলায় মশাল জেলে পাহারা দিয়ে থাকেন। কিন্তু তাতেও জমির শেষ রক্ষা হল না।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: পায়ের তলায় পিষে দিচ্ছে বিঘার পর বিঘা ধান! যখন তখন চালাতে পারে হামলা...কার আতঙ্কে কাঁপছে পুরো এলাকা? জানলে চমকে যাবেন