North 24 Parganas News: বর্ষার জলে নাকাল বসিরহাটের গ্রাম, একমাত্র ভরসা কলার ভেলা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বর্ষা মানেই জলযন্ত্রণার আতঙ্ক। কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে। অনেকের ঘরের ভেতরও ঢুকে গেছে জল।
জুলফিকার মোল্যা , উত্তর ২৪ পরগণা: বর্ষার জলে নাকাল বসিরহাটের গ্রাম, একমাত্র ভরসা কলার ভেলা। উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের ফারসাতপুর দাসপাড়া এলাকায় বর্ষা মানেই জলযন্ত্রণার আতঙ্ক। কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে। অনেকের ঘরের ভেতরও ঢুকে গেছে জল। স্কুলে যেতে পারছে না গ্রামের ছেলে-মেয়েরা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়াও কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
জলে আটকে থাকা মানুষের একমাত্র ভরসা এখন কলার ভেলা। ভেলায় করেই কেউ বাজার করছে, কেউ স্কুলে যাচ্ছে, আবার কেউ পোষ্য প্রাণী নিয়ে পার হচ্ছে অন্য ঘরে।
advertisement
জমা জলে নানা প্রাণীর ভেসে আসা ও বিচরণে মানুষের ভোগান্তি বাড়ছে। রাতে ঘুমের মধ্যেও ভিজে বিছানার সমস্যার সঙ্গে বাড়ছে নানা সংক্রমণের ঝুঁকি। পানীয় জল থেকে শুরু করে খাবার রক্ষা করাও কঠিন হয়ে উঠেছে। বয়স্ক ও শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। একইভাবে ঘরের মধ্যে দেখা মিলছে বিষধর সাপের উপদ্রবও।
advertisement
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ছবি দেখতে হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না। জল বের করার জন্য পর্যাপ্ত নালা নেই, যেটুকু নালা আছে তাও অবৈধ দখল আর বেহাল অবস্থায় বন্ধ হয়ে থাকে। গ্রামবাসীরা অবিলম্বে জল নিকাশির স্থায়ী সমাধান এবং রাস্তা সংস্কারের দাবি তুলেছেন, যাতে বর্ষার জল আর অভিশাপ না হয়ে থেকে মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি না করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বর্ষার জলে নাকাল বসিরহাটের গ্রাম, একমাত্র ভরসা কলার ভেলা