Murshidabad News: মাত্র ১০০ টাকায় ১১ পদের ভেজ থালি, তাও আবার কাঁসার থালায়!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র ১০০ টাকায় ভেজ থালি উপহার দিচ্ছে
মুর্শিদাবাদ: খাগড়ার কাঁসা শিল্পের কথা সকলেই জানেন। এবার সেই কাঁসার থালায় মাত্র ১০০ টাকা খরচ করে ভরপেট খান সবজি-ভাত। বহরমপুরের একটি হোটেলে মাত্র ১০০ টাকায় ১১ টি পদ মিলছে অতি সহজেই। অবিশ্বাস্য হলেও এটা একেবারেই সত্যি।
এই প্রথমবার শহর বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র ১০০ টাকায় ভেজ থালি উপহার দিচ্ছে। ১০০ টাকাতে ১১ টি পদ রান্না করে সাজিয়ে দেওয়া হচ্ছে ভোজন রসিকদের। কথায় আছে, বাঙালি মানেই ভোজন রসিক। আর ভোজন রসিক বাঙালি ভাল খাবার পেলে তা পেট পুরে খেতে পছন্দ করেন। এই অবস্থায় অল্প দামে সুস্বাদু পেট ভরা খাবার খেতে প্রতিদিন ভিড় হচ্ছে বহরমপুরের ওই হোটেলটিতে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের জেলা। সেই জেলার খাগড়ার কাঁসা শিল্পকে বাঁচিয়ে রাখতে ভোজন রসিকদের কাছে কাঁসার থালায় খাদ্য পরিবেশন নেই সিদ্ধান্ত নিয়েছে হোটেলটি। মেনুতে থাকছে ভাত, ডাল, চিপস, শাক, আলু পোস্ত, দু’রকমের সবজি তরকারি, পোস্তর বড়া, চাটনি, মিষ্টি দই ও পাঁপড়। প্রতিদিন তৃপ্তি ভরে চেটেপুটে খাচ্ছে সকলে। নবাবের জেলায় গেলে আপনিও একবার এই হোটেলটি থেকে ঘুরে আসতে পারেন।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মাত্র ১০০ টাকায় ১১ পদের ভেজ থালি, তাও আবার কাঁসার থালায়!