Siliguri News: বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে নয়া উদ্যোগ
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চলতি বছর কলকাতা সরস মেলায় প্রায় ২১ কোটি টাকার বিক্রি হয়েছে। আশা, শিলিগুড়িতেও এরকমই ভাল বিক্রিবাটা হবে
শিলিগুড়ি: বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে নতুন উদ্যোগ। একে হস্তশিল্পের ‘ওয়ান স্টপ ডেস্টিনেশন’-ও বলা যেতে পারে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ষষ্ঠ দার্জিলিং জেলা সরসমেলা। এই মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। খাবার থেকে জামাকাপড়, প্রসাধনী সামগ্রী ও ঘর সাজানোর জন্য ব্যবহৃত হাতে তৈরি জিনিসের বিপুল সম্ভার রয়েছে এই মেলায়। পাটের তৈরি কার্পেট, সুতো, বাঁশের তৈরি নানান জিনিস, কাগজের ফুল, মাটির তৈরি অলঙ্কার- সবই মিলবে এই মেলায়। বাংলার পাশাপাশি কেরল, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, জম্মু ও কাশ্মীর সহ মোট ১২ টি রাজ্য থেকে হস্তশিল্পের পসরা নিয়ে এই মেলায় হাজির হয়েছেন হস্তশিল্পীরা।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপকুমার মজুমদারের কথায়, বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে ই-কমার্স অন্যতম রাস্তা। সেজন্য ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট দফতর। ষষ্ঠ দার্জিলিং জেলা সরসমেলার উদ্বোধনে এসে এই কথাই জানান মন্ত্রী। এর আগে কলকাতায় আয়োজিত সরসমেলায় ব্যাপক সাড়া মিলেছিল। শিলিগুড়িতেও এরকমটা হবে বলে আশা করছেন আধিকারিকরা।
advertisement
advertisement
এদিন মেলার উদ্বোধনে এসে মন্ত্রী বলেন, চলতি বছর কলকাতা সরস মেলায় প্রায় ২১ কোটি টাকার বিক্রি হয়েছে। আশা করছি শিলিগুড়িতেও এরকমই ভাল বিক্রিবাটা হবে। ইতিমধ্যেই দফতরের তরফে মহিলাদের বিভিন্ন হাতের কাজ শেখার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কাজ শিখে সাড়ে এগারো লক্ষের মতো মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
গতবছর এই সরসমেলায় প্রায় সাড়ে আট কোটি টাকার বিক্রিবাটা হয়। আগের বছরের মতো চলতি বছরেও মেলায় মোট ১২০ টি স্টল থেকে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন। এদিন মেয়র গৌতম দেব জানান, এই মেলা থেকে বিভিন্ন জিনিস কিনলে গ্রামীণ হস্তশিল্পীরা আরও বেশি কাজ করার উৎসাহ পাবেন। মেলায় হস্তশিল্পীদের কাজ ঘুরে দেখেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং প্রমুখ।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2024 7:45 PM IST







