Saraswati Puja 2025: কোথাও বই, কোথাও লাল গামছা! সরস্বতী পুজোতে এত থিম! আগে কখনও দেখেনি জেলা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Saraswati Puja 2025: কোথাও বই দিয়ে মন্ডপসজ্জা, কোথাও আবার এক খন্ড গ্রাম বাংলা ফুটে উঠেছে সরস্বতী পুজোর থিমে
কৌশিক অধিকারী: ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।’ আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর পুণ্যলগ্নে বাগদেবীর আরাধনায় সামিল আপামর বাংলা। আজ সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে। আর দুর্গাপুজো বা কালীপুজো নয়, সরস্বতী পুজোতে থিমের চমক দিল কান্দি শহর। আর এই সরস্বতী পুজোতে থিমের চমক নজর কাড়ছে সকলের। কোথাও ফুটে উঠেছে গ্রাম বাংলা। কোথাও আবার বটবৃক্ষ। আছে বাহারী আলোকসজ্জা। সোমবার সকাল থেকেই বাণী বন্দনাতে মেতেছে বাঙালি। কোথাও আছে বই দিয়ে মন্ডপসজ্জা। কোথাও আবার এক খন্ড গ্রাম বাংলা।
এবছর সরস্বতী পুজোয় গ্রিন ইউনিয়নের বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’ যা মূলত কৃষক সমাজকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে এক খন্ড গ্রাম বাংলা। গ্রাম বাংলার কৃষকদের নিত্যজীবনের সঙ্গে জড়িত কিছু প্রয়োজনীয় জিনিসকে এই থিমের মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। মূলত কৃষকদের কথা তুলে ধরা হয়েছে মন্ডপসজ্জাতে। এই মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার সঙ্গে জড়িত কিছু উপকরণকে তুলে ধরা হয়েছে। চাষিদের ধানের গোলা, আনাজ ভর্তি বস্তা, লাল গামছা, খেজুর গাছ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, কান্দি রাজ কলেজে থিম ফুটে উঠেছে এক খন্ড বই ভান্ডার। বই সভ্যতার ও সমাজের মেরুদন্ড। এই ভাবনাকে সামনে রেখে কান্দি রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফুটে উঠেছে এবছরের ভাবনা। বিভিন্ন সরকারী স্কুলে ছাত্র ও ছাত্রীদের অভাবে বন্ধ হতে বসেছে পাঠশালা। ফলে বই মুখি হচ্ছে না বর্তমানের ছাত্র সমাজ। ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যেই সীমাবদ্ধ। তাই বই বর্তমান দিনে কতটা জরুরি সেই ভাবনাকে সামনে রেখেই সরস্বতী পুজো থিমে ফুটে উঠেছে। এছাড়াও আছে বাহারী আলোকসজ্জা। যা দেখতে ভিড় করছেন সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: কোথাও বই, কোথাও লাল গামছা! সরস্বতী পুজোতে এত থিম! আগে কখনও দেখেনি জেলা









