Bankura News: শুশুনিয়া বাঁচাতে অস্ত্র তুলির আঁচড়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
এক একটি ছবি এক একটি কথা বলছে। ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে, অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি
বাঁকুড়া: তুলির টানে শুশুনিয়া পাহাড়কে রক্ষা করার চেষ্টা। প্রতিবছর শীতকালে আগুন লাগে শুশুনিয়া পাহাড়ে। ধ্বংস হয় বন্যপ্রাণ ও বন সম্পদ। কিন্তু কারা এই আগুন লাগায় সেই রহস্য আজও ভেদ হয়নি। তাছাড়াও পাহাড়ের বহু প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে, পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাচ্ছে অসাধু কারবারিরা। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার রং-তুলিকে অস্ত্র করল বন দফতর। এখন শুশুনিয়া বিট অফিসের দেওয়ালজুড়ে শুধুই রঙিন ছবির মেলা।
এক একটি ছবি এক একটি কথা বলছে। ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে, অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি। আবার কোনও ছবিতে গাছ কাটলে কী ক্ষতি হতে পারে তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো বিট অফিসের দেওয়ালজুড়ে এই ছবি দেখতে ভিড় করছে সাধারণ মানুষ ও পর্যটকরা। এমন অনন্য সুন্দর কাজের শিল্পী অজিত ক্ষেত্রপাল জানান, এই কাজ করে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন, যা তাঁর অন্যতম ভাললাগা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুশুনিয়া পাহাড়ের কোলে প্লাস্টিক আবর্জনা না ফেলা, পিকনিক করতে এসে যত্রতত্র ময়লা না ফেলা, গাছের গায়ে লিফলেট কিংবা বিলবোর্ড না লাগানোর বার্তা রয়েছে ছবিতে। এছাড়াও শুশুনিয়া পাহাড় চত্বরে দাহ্য বস্তু ব্যাবহার না করা, পাহাড়ে আগুন না লাগানোর অনুরোধ করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং সৌন্দর্যায়নকে মাথায় রেখেই তুলির উপর ভরসা রাখছে বন দফতর। এই প্রসঙ্গে ছাতনার রেঞ্জ অফিসার এশা বোস জানান, শুশুনিয়া পাহাড়ের এক ফোঁটাও ক্ষতি হতে দেবে না ছাতনা বন দফতর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 12:48 PM IST