Siliguri News: মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে এনেছিলেন, আগুনে পুড়ে গেল সব!

Last Updated:

দিন কয়েক বাদেই প্রমিলা পাসওয়ানের মেয়ের বিয়ে। তার জন্য বাড়িতে প্রায় ১ লক্ষ ২০ হাজার নগদ টাকা ও সোনার অলঙ্কার ছিল। আগুন লেগে সেগুলোও পুড়ে গিয়েছে

আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি
আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি
শিলিগুড়ি: সামনেই মেয়ের বিয়ে। তার আগে আগুনের গ্রাসে সর্বস্বান্ত হয়ে গেল গোটা পরিবার। শিলিগুড়িতে অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারাল মেয়ের পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে শিলিগুড়ির ডিএস কলোনি এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিএস কলোনির বাসিন্দা প্রমিলা পাসওয়ানের বাড়িতে রাত ২ টো নাগাদ আগুন লাগে। ঘরের ভেতর আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কোনওমতে গ্যাস সিলিণ্ডার বাইরে বের করে নিয়ে এলেও আগুনে পুড়ে যায় গোটা বাড়ি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল। তবে সঠিক কারণ এখন‌ই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকলকর্মীরা।প্রমিলা পাসওয়ান জানিয়েছেন, কোনও মতে বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছি। কিন্তু ঘরে থাকা সমস্ত সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সব আগুনে পুড়ে গিয়েছে। এদিকে দিন কয়েক বাদেই প্রমিলা পাসওয়ানের মেয়ের বিয়ে। তার জন্য বাড়িতে প্রায় ১ লক্ষ ২০ হাজার নগদ টাকা ও সোনার অলঙ্কার ছিল। সেগুলোও আগুনে পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পরিবারটি। এই পরিস্থিতিতে সর্বস্ব খুইয়ে দিশেহারা গোটা পরিবার।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে এনেছিলেন, আগুনে পুড়ে গেল সব!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement