Valentine's Day Gift: প্রেম দিবসের উপহার, স্ত্রী-কে চাঁদে জমি কিনে দিলেন স্বামী, চমক পাঁশকুড়ার যুবকের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Valentine's Day Gift: প্রেম বা ভালবাসার দিন মানে নিজের প্রিয়জনকে ভাল উপহার দেওয়া। কেউ গোলাপ দেন তো কেউ আবার দেন উপহার সামগ্রী। কিন্তু পাঁশকুড়ার শান্তনু ও সায়ন্তিকার ভালবাসার উপহার আদান-প্রদান দেখে তাক লেগে গিয়েছে পাঁশকুড়া-সহ পূর্ব মেদিনীপুরের মানুষজনের।
সুজিত ভৌমিক, পাঁশকুড়া: প্রেম দিবসের দারুণ উপহার ! স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী ৷ চাঁদে জায়গা কিনে স্ত্রী সায়ন্তিকাকে উপহার দিলেন পাঁশকুড়ার শান্তনু চক্রবর্তী (Valentine's Day Gift) ৷
প্রেম বা ভালবাসার দিন মানে নিজের প্রিয়জনকে ভাল উপহার দেওয়া। কেউ গোলাপ দেন তো কেউ আবার দেন উপহার সামগ্রী। কিন্তু পাঁশকুড়ার শান্তনু ও সায়ন্তিকার ভালবাসার উপহার আদান-প্রদান দেখে তাক লেগে গিয়েছে পাঁশকুড়া-সহ পূর্ব মেদিনীপুরের মানুষজনের।
advertisement
advertisement

ভালবাসা দিবসে উপগ্রহ চাঁদে কেনা ১ একর জায়গার মানচিত্র-সহ দলিল নিজের স্ত্রী সায়ন্তিকার হাতে তুলে দিয়েছেন স্বামী শান্তনু চক্রবর্তী। পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামের বাসিন্দা শান্তনুবাবু পেশায় পদার্থ বিদ্যার শিক্ষক এবং তাঁর স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তী তাম্রলিপ্ত কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা।
advertisement
বিবাহিত জীবনের পর প্রথম থেকেই ১৪ ফেব্রুয়ারি বা ভ্যালেনটাইনস মানেই এতদিন অন্যদের মতোই গোলাপের সঙ্গে সামান্য কোনও উপহার সামগ্রী স্ত্রী-র হাতে তুলে দিয়ে এসেছেন শান্তনু। কিন্তু স্ত্রীকে মনের মতো উপহার দেওয়ার জন্য বছরের পর বছর নিয়মিত চিন্তাভাবনা করে এসেছেন তিনি। শেষমেশ কাউকে কিছু না জানিয়ে নিজের আবেগকে সঙ্গী করেই মহাকাশে থাকা চাঁদের এক একর জায়গা কিনে ফেলেছেন তিনি। আর সেটাই ছিল তাঁর জীবনের বড় একটা লক্ষ্য। ২০২২-এর জানুয়ারি মাসের প্রথম দিকেই চাঁদে এক একর জমি তিনি কিনে নেন টাকার বিনিময়েই।
advertisement

শান্তনু ইউএসএ-এর লুনার এম্ব্যাসি আমেরিকা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন চাঁদে জায়গা কেনার জন্য। পেপ্যাল অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করে চাঁদে জায়গা কিনেও ফেলেছেন তিনি। যা তাঁর স্ত্রী সায়ন্তিকার হাতে কাগজপত্র-সহ সবকিছু তুলে দেন ভালবাসা-সহ।
শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘এর জন্য দীর্ঘ চেষ্টা চালিয়ে গিয়েছি। এবং সফল হলাম এমন একটা দিনে, যে দিনটার জন্য অপেক্ষায় ছিলাম।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 10:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Valentine's Day Gift: প্রেম দিবসের উপহার, স্ত্রী-কে চাঁদে জমি কিনে দিলেন স্বামী, চমক পাঁশকুড়ার যুবকের !