বিজ্ঞাপনের দুনিয়ায় নয়া দিশা, যৌথভাবে কাজ করবে প্রেসম্যান অ্যাডভার্টাইজিং এবং সাইনপোস্ট ইন্ডিয়া

Last Updated:

Pressman Advertising and Signpost India: প্রেসম্যান অ্যাডভার্টাইজিং এবং সাইনপোস্ট ইন্ডিয়া যৌথভাবে ডিজিটাল মিডিয়া এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করার জন্য এক হয়েছে।

Pressman Advertising and Signpost India announce merger proposal
Pressman Advertising and Signpost India announce merger proposal
কলকাতা: প্রেসম্যান অ্যাডভার্টাইজিং (Pressman Advertising) এবং সাইনপোস্ট ইন্ডিয়া (Signpost India) ঘোষণা করেছে যৌথভাবে কাজ করার কথা। দুটি কোম্পানি যৌথভাবে একসঙ্গে কাজ করবে বিভিন্ন ক্ষেত্রে। এই দুই সংস্থা একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে। প্রেসম্যান অ্যাডভার্টাইজিং এবং সাইনপোস্ট ইন্ডিয়া যৌথভাবে ডিজিটাল মিডিয়া এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করার জন্য এক হয়েছে। এদের এক হওয়ার লক্ষ্য হল বিজ্ঞাপন এবং প্রমোশনের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি করে ফোকাস করা। দুটি কোম্পানির অনেকদিনের অভিজ্ঞতা এবং গ্রাহক সংখ্যা কাজে লাগিয়ে বিজ্ঞাপনের দুনিয়ায় নতুন নতুন টেকনোলজির বিস্তার করাই এদের লক্ষ্য (Pressman Advertising and Signpost India)।
সাইনপোস্ট ইন্ডিয়া হল একটি স্বাধীন আইএসও সার্টিফায়েড ডিজিটাল হোম এন্টারপ্রাইজ কোম্পানি। সাইনপোস্ট ইন্ডিয়া খুবই অভিজ্ঞতাসম্পন্ন একটি কোম্পানি। বড় স্কেলের পাবলিক ওরিয়েন্টেড প্রোজেক্টে এদের বিশাল অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্রিট ফার্নিচার, ট্রানজিট, পাবলিক বাইসাইকেল শেয়ারিং, ইন্টারনেট ট্রাফিক মনিটরিং সিস্টেম ইত্যাদি। সারা ভারত জুড়ে এদের প্রায় ৩২টি সরকারি প্রজেক্টের কাজ চলছে। সরকারি প্রজেক্ট ছাড়াও সাইনপোস্ট ইন্ডিয়া প্রায় ১০০টি কর্পোরেটের সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেছে এবং তাদের সঙ্গে জড়িত রয়েছে। সারা ভারত জুড়ে তাদের প্রায় ১১টি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ চালানো হয়। এর মধ্যে রয়েছে পিএসইউ, ট্যুরিজম, এমএসএমই ব্র্যান্ড ইত্যাদি। সাইনপোস্ট ইন্ডিয়া তাদের কাজের জন্য বিভন্ন ধরনের সম্মানে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামের ৫৭টি সোনা, ৪৩টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড।
advertisement
advertisement
অন্য দিকে, প্রেসম্যান অ্যাডভার্টাইজিং হল ভারতের একটি বৃহৎ স্বাধীন অ্যাডভার্টাইজিং এজেন্সি। প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের কাজ হল প্রিন্ট, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস এবং ডিজিটাল অ্যাডভার্টাইজিং। এসব ক্ষেত্রে এই সংস্থার অনেক অভিজ্ঞতা রয়েছে। প্রেসম্যান অ্যাডভার্টাইজিং বর্তমানে ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং থেকে প্রবেশ করছে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে। প্রেসম্যান অ্যাডভার্টাইজিং হল একটি দেনামুক্ত স্বাধীন কোম্পানি। বর্তমানে প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের মোট মূলধনের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। আর্থিক বর্ষ ২০১২-১৩ থেকে প্রেসম্যান অ্যাডভার্টাইজিং তাদের স্টেক হোল্ডারদের সবথেকে বেশি পরিমাণে হাই ডিভিডেন্ট দিয়ে আসছে।
advertisement
প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ডক্টর নীরেন সুচাতি (Dr. Niren Suchanti) জানিয়েছেন, ‘‘আমরা সবসময় আমাদের স্টেক হোল্ডারদের কথা মাথায় রেখে কাজ করে চলেছি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা যৌথভাবে কাজ করতে চলেছি।’’ সাইনপোস্ট ইন্ডিয়ার সিইও এবং কো-ফাউন্ডার শ্রীপদ আশতেকর ( Shripad Ashtekar) জানিয়েছেন, "আমরা খুবই উৎসাহী হয়ে রয়েছি প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য।"
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিজ্ঞাপনের দুনিয়ায় নয়া দিশা, যৌথভাবে কাজ করবে প্রেসম্যান অ্যাডভার্টাইজিং এবং সাইনপোস্ট ইন্ডিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement