West Bengal Municipal Election Results 2022: বিধাননগর পুরনিগমের ৩ বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Election Results 2022: নতুন মুখদের জয়ের ব্যবধানে খুশি জোড়া ফুল শিবির।
কলকাতা: বিধাননগর পুরনিগমের জয়ের মধ্যে দিয়ে তিন বিধানসভার শহরাঞ্চলেও নিজেদের জয় মেপে নিল তৃণমূল। রাজারহাট-গোপালপুর বিধানসভার অন্তর্ভুক্ত ১৬টি ওয়ার্ডেই জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজারহাট-নিউটাউন বিধানসভার ১১টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড জিতে নিয়েছে তৃণমূল। আর সল্টলেক সিটি জিতে বিধাননগর বিধানসভার ১৪টি ওয়ার্ড জিতে নিল তৃণমূল কংগ্রেস (West Bengal Municipal Election Results 2022)।
শুধুমাত্র তিন বিধানসভার ওয়ার্ড ভিত্তিক জয় নয়। বিধাননগর পুরনিগমের জয়ের মাধ্যমে একাধিক নতুন মুখ জিতিয়ে নিল তৃণমূল কংগ্রেস। পুরনোদের পাশাপাশি এই নতুন মুখকে জিতিয়ে আনায় খুশি দলের নেতৃত্ব। বিধাননগর পুরনিগমের নতুনদের মধ্যে জয় পেয়েছেন যাঁরা। আরাত্রিকা ভট্টাচার্য জিতেছেন ৩ নম্বর ওয়ার্ডে। জোড়াফুল শিবিরের এই নতুন মুখ জিতেছেন ১০৩০০ ভোটে ৷ নতুন মুখ ছিলেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
৫ নম্বর ওয়ার্ডের এই প্রার্থী জিতেছেন ৫৮৪০ ভোটে ৷ জোড়াফুল শিবিরের ১ ওয়ার্ডের প্রার্থী ছিলেন পিনাকী নন্দী। তিনি জিতেছেন ৬১৩৫ ভোটে। নতুন নয় তবে যুবদের মুখ হিসেবে এবারও জিতেছেন দেবরাজ চক্রবর্তী। ফলে নতুন-পুরনো মিলিয়ে শহরাঞ্চল ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস সল্টলেক জুড়ে। দলের এই সাফল্যে খুশি তৃণমূল।
advertisement
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘বাংলার মানুষকে ধন্যবাদ। তারা বিপুল সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এটা প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ রাজ্যের যে কাজ চলছে যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তাতে পূর্ণ আস্থা রেখেছেন। বিজেপিকে বিভ্রান্ত হয়ে কিছু মানুষ ভোট দিয়েছিলেন। তারাও আজ বুঝতে পারছেন। পুরোদস্তুর টিএমসির ওপর আস্থা রেখেছেন।বিজেপির অবস্থা খুব খারাপ। প্রথম ও দ্বিতীয় ফারাক অনেক৷ দ্বিতীয় ও তৃতীয় লড়াইয়ে দুই জায়গায় বামেরা এগিয়ে গেছে। আসলে মানুষের আস্থা বেড়েছে। আগামী দিনে মানুষের ভরসা থাকুক এই ধারা অব্যাহত রাখার জন্য। ১০০% মানুষ উপকার পেয়েছেন। আমরা ৯০% ভোট পেয়েছি। নজর রাখছি কেন ১০% ভোট পেলাম না। এটা আমাদের আত্মসমালোচনা করতে হবে। মানুষের কাছে আরও যেতে হবে। যত বেশি জয়, তত মানুষের কাছে যেতে হবে।’’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 10:04 AM IST