Uttarpara Police Quarter: উত্তরপাড়ার পুলিশ আবাসনের কঙ্কালসার অবস্থা! জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে পরিবার
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Uttarpara Police Quarter: অল্প বৃষ্টিতেও আবাসনের ঘরগুলি জলমগ্ন হয়ে পড়ে, যে ঘটনায় প্রমাদ গুনছে পুলিশকর্মীদের পরিবারগুলি। এছাড়া সংলগ্ন এলাকা অত্যন্ত অপরিষ্কার হওয়ার কারণে এই ডেঙ্গির সময়ে যথেষ্ট চিন্তাতেও রয়েছেন তাঁরা।
হুগলি: ফের কঙ্কালসার ভবনের খবর। এবার সেই অবস্থা পুলিশ আবাসনের। জীবনের ঝুঁকি নিয়ে আবাসনের মধ্যে বসবাস করছে পুলিশদের পরিবার। যাঁরা সমাজের রক্ষাকর্তা, আজ তাঁদেরই পরিবার রয়েছে চরম বিপদে। উত্তরপাড়া জি টি রোডের উপরেই রয়েছে পুলিশ আবাসন। যার অবস্থা একেবারে শোচনীয়। জায়গায় জায়গায় ভেঙে পড়ছে সিমেন্টের চাঙর।
বিভিন্ন থানার যে আবাসনগুলি আছে, যেখানে পুলিশকর্মীরা পরিবার নিয়ে থাকেন, অনেক জায়গাতেই তা বসবাসের অযোগ্য। এই যেমন উত্তরপাড়া থানার পুলিস আবাসন। দীর্ঘদিন ধরে সেটি বিপজ্জনক অবস্থায় আছে। সারা বিল্ডিং জুড়ে আগাছা, যত্রতত্র চাঙর ভেঙে ভেঙে পড়ছে, জি টি রোডের ধারের বারান্দাগুলি বিপজ্জনকভাবে ঝুলে আছে। যা থেকে জি টি রোডে চলাচলকারী মানুষ ও যানবাহনের মারাত্মক ক্ষতি হতে পারে, হয়তো বা জীবনহানিও হতে পারে!
advertisement
advertisement
অল্প বৃষ্টিতেও আবাসনের ঘরগুলি জলমগ্ন হয়ে পড়ে, যে ঘটনায় প্রমাদ গুনছে পুলিশকর্মীদের পরিবারগুলি। এছাড়া সংলগ্ন এলাকা অত্যন্ত অপরিষ্কার হওয়ার কারণে এই ডেঙ্গির সময়ে যথেষ্ট চিন্তাতেও রয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চললেও এখনও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের। কবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেন, দুর্গা পুজোর আগে এই পুলিশকর্মী ও তাঁদের পরিবারের মুখে হাসি ফোটে কিনা, সেটাই এখন দেখার।
advertisement
পুলিশ পরিবারের এক মহিলা নেহা সাহা জানান, ”আমি সারা রাত আতঙ্কে থাকি আমার একমাত্র সন্তান নিয়ে। কখন ঘরবাড়ি ভেঙে পড়বে কে জানে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তিনি যেন আমাদের দিকটি একবার ভেবে দেখেন।” এই বিষয় প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা। তা নাহলে কীভাবে পুলিশ পরিবারগুলি জীবন হাতে নিয়ে বাস করছে উত্তরপাড়া পুলিশ কোয়ার্টারে।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uttarpara Police Quarter: উত্তরপাড়ার পুলিশ আবাসনের কঙ্কালসার অবস্থা! জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে পরিবার