West Bengal news: সকালে ফেরিওয়ালা, রাতের অন্ধকারে করত এই কাজ! অবশেষে পুলিশদের জালে উত্তরপ্রদেশের বাসিন্দা
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
West Bengal news: শাড়ির ব্যবসায়ীর ছদ্মবেশে দুষ্কর্ম, অবশেষে তমলুক থানা পুলিশের হাতে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা, উদ্ধার আগ্নেয়াস্ত্র। পূর্ব মেদিনীপুর সদর শহর তমলুক। আর এই তমলুকে প্রায় দেড় মাস ধরে ঘাঁটি গেড়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা, পেশা শাড়ির ব্যবসা।
উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। এর জেরে চাঞ্চল্য তমলুক-সহ এলাকা জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার, বয়স ৪০। বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলায়। মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই ভাড়া নিয়ে বাড়ায় থাকত মুজাহিদ। পুলিশ তার কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
advertisement
advertisement
বুধবার অভিযুক্তকে তোলা হয় তমলুক আদালতে। তমলুক থানার পুলিশ আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ জানান, ধৃত ওই ব্যক্তি প্রায় দেড় মাস ধরে তমলুক শহরে ৯ নম্বর ওয়ার্ডের মুস্তাক আহমেদের বাড়িতে বসবাস করছিল। শাড়ি ব্যবসায়ীর পরিচয় দিয়ে বসবাস করছিল। এমন কি জানা যায় সকাল বেলা শাড়ি ফেরি করতে বেরিয়ে যেত। সূত্র মারফত খবর পেয়ে মুস্তাক আহমেদের বাড়িতে তল্লাশি চালান হয়। আর তাতেই ওই দুষ্কৃতী ধরা পড়ে। উদ্ধার হয় গুলি সহ আগ্নেয়াস্ত্র। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান হয়েছে আদালতে।
advertisement
পুলিশ সূত্রে জানা যায় ওই শাড়ি ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা দুষ্কৃতী, ব্যারাকপুর, বারাসাত-সহ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি-সহ বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত। এই দলে আরও কারা কারা আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তমলুক শহরের ৯ ওয়ার্ডের বাসিন্দা তথা বাড়ি মালিক মুস্তাক আহমেদ এই ঘটনার পর থেকেই পলাতক। শান্তিপ্রিয় ও ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 10:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সকালে ফেরিওয়ালা, রাতের অন্ধকারে করত এই কাজ! অবশেষে পুলিশদের জালে উত্তরপ্রদেশের বাসিন্দা

