West Bardhaman News: প্রতিমায় উজ্জ্বল ভাব ধরে রাখতে চিরাচরিত ঘাম তেলের ব্যবহার কমছে! ব্যবহার বিশেষ রঙের

Last Updated:

West Bardhaman News: এই রঙে মাটির মূর্তি উজ্জ্বল দেখানোর জন্য বিশেষ ধরনের পদার্থ থাকছে। ফলে আর ঘাম তেল ব্যবহার করতে হচ্ছে না।

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা মূর্তিতে বিশেষ রঙের ব্যবহার।

পশ্চিম বর্ধমান: মাটির মূর্তিতে উজ্জ্বল ভাব ধরে রাখতে বহুকাল ধরেই এক বিশেষ ধরনের তেলের ব্যবহার করেন মৃৎশিল্পীরা। শিল্পীদের ভাষায় সেটি ঘাম তেল। এই বিশেষ ধরনের তেল ব্যবহার করা হয় যে কোনও মৃন্ময়ী মূর্তির ফিনিশিং টাচ দিতে। তবে সেই চিরাচরিত ঘাম তেলের ব্যবহার কমছে মৃৎশিল্পীদের কাছে। বদলে ব্যবহার বেড়েছে এক ধরনের বিশেষ রঙের।
শিল্পীরা জানিয়েছেন, এখন ঘাম তেলের বদলে এক ধরনের বিশেষ রং ব্যবহার করা হচ্ছে। যে রঙে মাটির মূর্তি উজ্জ্বল দেখানোর জন্য বিশেষ ধরনের পদার্থ থাকছে। যার ফলে আলাদা করে আর ঘাম তেল ব্যবহার করতে হচ্ছে না। এই রং ব্যবহারের ফলে তাদের প্রতিমা তৈরিতে সময় খানিকটা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি খরচ কমছে। আবার বেশ কয়েক ধরনের রং মিশিয়ে শিল্পীরা পছন্দমত তৈরি করে নিতে পারছেন।
advertisement
যদিও সব প্রতিমার ক্ষেত্রে এই বিশেষ রং ব্যবহার করা যাবে না বলেই তারা জানিয়েছেন। বিশেষ করে প্রাচীন যে সমস্ত মূর্তিগুলি রয়েছে এবং ডাক সাজের যে সমস্ত মূর্তিগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে ঘাম তেলের ব্যবহার অনিবার্য। যেমন ডাক সাজের দুর্গামূর্তি এবং কালি মূর্তি তৈরি করতে অবশ্যই ঘাম তেল ব্যবহার করতে হবে। নয়তো প্রতিমা অসম্পূর্ণ মনে হবে বলেই তারা জানিয়েছেন। অন্যদিকে, বিশ্বকর্মা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মূর্তিতে এই রং তারা ব্যবহার করতে পারছেন।
advertisement
advertisement
কিন্তু আরজি কর কাণ্ডের প্রভাব কি পড়েছে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে? শিল্পীরা বলছেন, এই ঘটনা সত্যি নিন্দনীয়। কিন্তু বিশ্বকর্মা পুজোয় এখনও সেই অর্থে তারা আরজি কর কান্ডের প্রভাব বুঝতে পারছেন না। অন্যান্য বছর যেমন অর্ডার থাকে, এবারও তেমনই অর্ডার আছে। তাছাড়া পুজোর আগের দিন পর্যন্ত অনেক মূর্তি বিক্রি হয়। ফলে বিশ্বকর্মা পুজোয় তেমন প্রভাব বুঝতে পারছেন না। কিন্তু দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজোয় আরজি কর কান্ডের প্রভাব কতটা পড়বে, সেই নিয়ে চিন্তা রয়ে গিয়েছে শিল্পী মহলে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: প্রতিমায় উজ্জ্বল ভাব ধরে রাখতে চিরাচরিত ঘাম তেলের ব্যবহার কমছে! ব্যবহার বিশেষ রঙের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement