Upper Air Cyclonic Circulation Over Bay Of Bengal: বিপদ আসুক না আসুক ত্রস্ত সুন্দরবন, কীভাবে কী হবে যদি বঙ্গোপসাগরে ফের তুফান ওঠে

Last Updated:

Upper Air Cyclonic Circulation Over Bay Of Bengal: ফের কি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আয়লা, আমফানের স্মৃতি কি ফিরবে! আতঙ্কে উপকূলের বাসিন্দারা 

+
আয়লা,

আয়লা, আমফানে সুন্দরবনে ক্ষতি হয়েছিল প্রচুর পরিমাণে। সেই স্মৃতি কি ফিরবে

দক্ষিণ ২৪ পরগনা: মে মাসে প্রায় প্রতি বছর আসে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় আয়লা, আমফানে সুন্দরবনে ক্ষতি হয়েছিল প্রচুর পরিমাণে। সেই স্মৃতি কি ফিরবে এবার সেই আতঙ্কে রয়েছেন উপকূলের বাসিন্দারা।
আয়লা থেকে ফণি, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। এবারের মে মাসেও কি তেমন কোনও দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা।
ইতিমধ্যেই আগাম ঝড়ের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নাকি তৈরি হতে পারে রাক্ষুসে গতির এক ঘূর্ণিঝড়। সাম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে ‘শক্তি’।
advertisement
advertisement
কিন্তু এই ঝড় নিয়ে আতঙ্কে রয়েছেন সুন্দরবনের উপকূলীয় এলাকার বাসিন্দারা। এমন কথাই জানিয়েছেন শোভা প্রামাণিক, সাগর মাইতিরা। অধিকাংশ মানুষের বক্তব্য বাঁধ সারানো হোক।
advertisement
প্রশাসনও জোর কদমে বাঁধ সারানোর কাজে নেমেছে। নিয়ে আসা হয়েছে মাটি কাটা গাড়ি। অনেক জায়গায় বস্তায় করে মাটি ফেলা হচ্ছে। ঝড় আসলে এবার যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটি দেখা হচ্ছে। ঝড় আসার আগেই সমস্ত বাঁধগুলির দুর্বল অংশ দ্রুত সারনো হবে। যার ফলে খুশি সকলেই।
Nawab Mullick
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Upper Air Cyclonic Circulation Over Bay Of Bengal: বিপদ আসুক না আসুক ত্রস্ত সুন্দরবন, কীভাবে কী হবে যদি বঙ্গোপসাগরে ফের তুফান ওঠে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement