Howrah News: পচা গরমে খুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন নিয়ে চিন্তা দূর! হাওড়ার এই স্কুলের বন্দোবস্ত দেখলে কুর্নিশ জানাবেন আপনিও

Last Updated:

Howrah News: এমন গরমে শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বিদ্যালয়ে।

+
গরমে

গরমে পড়ুয়াদের দেওয়া হচ্ছে লেবু জল

হাওড়া: নিজেদের হাতে লাগানো গাছ ফলা লেবু জলে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়াটার বেল’ কর্মসূচি! বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রচণ্ড গরমে শিশুদের শরীর সুস্থ রাখতে এবং নিয়মিত জলপানের অভ্যাস গড়ে তুলতে শুরু হয়েছে বিদ্যালয়ে ‘ওয়াটার বেল’ কর্মসূচি। যদিও এই ওয়াটার বেল কর্মসূচি স্কুলে স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। স্কুল চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর ঘন্টা বা বেল বাজবে, ছুটি বা টিফিনের ঘন্টা নয়। এই ঘন্টা জল খাবার সময়ের ঘন্টা। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বিদ্যালয়ে।
এই বেলঘন্টা কর্মসূচি একটু অন্যভাবে আয়োজন করা হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের এক ঘণ্টা আগে বিদ্যালয়ের নিউট্রিশন বাগান থেকে সংগ্রহ করা তাজা লেবু ও লবণ মিশ্রিত সরবত শিশুদের মধ্যে বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীদের কেন ‘ওয়াটার বেল’ বাজার সঙ্গে সঙ্গে এই সতেজ পানীয় গ্রহণ করে। যা তাদের জল পান করার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আরও আগ্রহ বেশি হওয়ার কারণ জলে মেশানো হচ্ছে নিজেদের বিদ্যালয়ের বাগানে ফলানো লেবু। লেবুর স্বাদ ও লবণের মিশ্রণ গরমে যেমন তৃপ্তি যোগাবে তেমনি গরমে শরীর খারাপের ঝুঁকি কমবে। এছাড়াও নিজেদের বিদ্যালয়ের বাগানে ফলা লেবু মিড ডে মিলের সঙ্গে দেওয়া হচ্ছে। লেবুতে থাকা ভিটামিন সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
advertisement
advertisement
এই উদ্যোগ শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুষ্টির ঘাটতি পূরণ করছে। এর মাধ্যমে গাছ লাগিয়ে ফল পাওয়ার আনন্দ উপভোগ করছে ছাত্রছাত্রীরা। এর মাধ্যমে অল্প বয়স থেকে গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়ছে ওদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, প্রচণ্ড গরমে শিশুদের শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষায় নিউট্রিশন গার্ডেনের লেবু, লবণ ও চিনি দিয়ে শরবত দেওয়া হচ্ছে। এতে জল পানের প্রতি আগ্রহ বাড়ছে, ডিহাইড্রেশনের ঝুঁকি কমছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং শারীরিক দুর্বলতা ও পেটের সমস্যা প্রতিরোধ হচ্ছে। এটিই ওয়াটার বেল কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি স্কুলের বাগানে ছাত্রছাত্রীদের যত্নে বেড়ে ওঠা গাছে ফলা লেবুজল ওদের মধ্যে গাছ ও পরিবেশের প্রতি ভালবাসাও তৈরি হবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পচা গরমে খুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন নিয়ে চিন্তা দূর! হাওড়ার এই স্কুলের বন্দোবস্ত দেখলে কুর্নিশ জানাবেন আপনিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement