Hoogly News: ৭৭-র বৃদ্ধ শ্বাসকষ্ট থেকে শুরু তারপর ধরা পড়েছিল টিবি, হাসপাতালের বেডেই মিলল গামছা গলায় দেওয়া দেহ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Unnatural Death In Hospital: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যু! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
হুগলি: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার সকালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম নরেন্দ্র নাথ ভুঁইয়া (৭৭) তার বাড়ি উত্তরপাড়ার চক লেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি টিবি ধরা পড়েছিল, চিকিৎসা চলছিল।
শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পায় হাসপাতালের মধ্যেই গলায় গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস দেওয়া রয়েছে। চিকিৎসক পরীক্ষা করে দেখেন মৃত অবস্থায় আছে। যদিও এই বিষয় সুপার ও ডেপুটি সুপার প্রতিক্রিয়া দিতে চাননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে রোগী আত্মহত্যা করতে পারল কেন কর্তৃপক্ষ দেখতে পেল না তাই নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য রোগীর পরিবার।
advertisement
আরও পড়ুন – Vinesh Phogat Come Back: অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা ভিনেশ ফোগটের, লক্ষ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে। নরেন্দ্রনাথ বাবুর মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি এই ঘটনা কিভাবে ঘটল কারও নজরদারির ফাঁক বা গাফিলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছে রোগীদের পরিবারের মানুষজন।
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নরেন্দ্র নাথ ভুঁইয়া বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। টিবি রোগ ধরা পড়তেই মানসিক অবসাদে ভুগেছিলেন। তিনি আরও অসুস্থ হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করান হয়। তবে এই ধরনের ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogly News: ৭৭-র বৃদ্ধ শ্বাসকষ্ট থেকে শুরু তারপর ধরা পড়েছিল টিবি, হাসপাতালের বেডেই মিলল গামছা গলায় দেওয়া দেহ







