Birbhum News: এভাবেও সংরক্ষণ করতে পারবেন বৃষ্টির জল,জানুন কীভাবে সম্ভব
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বৃষ্টির জল অপচয় নয়, জানাচ্ছে এই স্কুল।রইল বিস্তারিত বিবরণ।
বীরভূম : ভারত এমন এক উপমহাদেশ, যেখানে সাধারণ মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান আজ পর্যন্ত অপ্রতুল।আবার, তারমধ্যে পানীয় জলের সমস্যাও বেড়ে চলেছে নিত্যদিন।ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতির দিকে চোখ রাখলে এমন বাস্তব চিত্রই চোখে পড়ে।ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশে জল সংকট এক বিরাট মাথাব্যথার কারণ হতে চলেছে।পূর্ব নির্ধারিত একাধিক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য।
নানা ধরনের সাধারণ সমস্যা দূরীকরণের জন্য সরকার সাধারণত বিভিন্ন প্রকল্প গঠন করে থাকে। কিন্তু, খতিয়ে দেখলেই জানা যাবে, ভারতের যে যে রাজ্যগুলি জলের সমস্যায় জর্জরিত, তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। উল্লেখযোগ্য, ভারতের যে তিন রাজ্যের গ্রামাঞ্চলে এখনও ঘরে ঘরে পানীয় জলের কল পৌঁছায়নি- তার মধ্যে রয়েছে অসম, লাদাখ এবং পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম এর বিভিন্ন গ্রাম এখনও জলসংকট সমস্যায় জর্জরিত।আর সেই কথা চিন্তা করেই বীরভূমের এই স্কুল যা করে দেখাচ্ছে জানলে অবাক হবেন আপনিও।
advertisement
advertisement
মূলত জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় বৃষ্টিপাতের জল সঞ্চয়ের জন্য এক বিশেষ ধরনের সেড তৈরি করা হয়েছে। স্কুল চত্ত্বরের বিভিন্ন ছাদে এই সেড তৈরি করা হয়েছে।যেখানে বৃষ্টিপাতের জল পরে সেই জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সিমেন্টের তৈরি করা একটি ড্যামে।তবে সেখানে পৌঁছে কী হচ্ছে! এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান সেই জল ড্যামে জমা হওয়ার পর জল পরিশুদ্ধ করার জন্য চারটি লেয়ার করা হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
সবচেয়ে নীচে রয়েছে ইটের বেদি, এরপর রয়েছে বড় নুড়ি ১০ (মি.মি), ছোট নুড়ি ৫ (মি.মি), সবচেয়ে উপরে রয়েছে বালি। এই পদ্ধতিতে জল পরিশুদ্ধ হয়ে সেই জল পৌঁছে যাচ্ছে জলের ট্যাংকারে। আর সেই জল ব্যবহার করা হচ্ছে স্কুলের বাগান পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন কাজে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 3:17 PM IST
