Birbhum News: এভাবেও সংরক্ষণ করতে পারবেন বৃষ্টির জল,জানুন কীভাবে সম্ভব

Last Updated:

বৃষ্টির জল অপচয় নয়, জানাচ্ছে এই স্কুল।রইল বিস্তারিত বিবরণ।

+
বৃষ্টির

বৃষ্টির জল সংরক্ষণ 

বীরভূম : ভারত এমন এক উপমহাদেশ, যেখানে সাধারণ মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান আজ পর্যন্ত অপ্রতুল।আবার, তারমধ্যে পানীয় জলের সমস্যাও বেড়ে চলেছে নিত্যদিন।ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতির দিকে চোখ রাখলে এমন বাস্তব চিত্রই চোখে পড়ে।ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশে জল সংকট এক বিরাট মাথাব্যথার কারণ হতে চলেছে।পূর্ব নির্ধারিত একাধিক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য।
নানা ধরনের সাধারণ সমস্যা দূরীকরণের জন্য সরকার সাধারণত বিভিন্ন প্রকল্প গঠন করে থাকে। কিন্তু, খতিয়ে দেখলেই জানা যাবে, ভারতের যে যে রাজ্যগুলি জলের সমস্যায় জর্জরিত, তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। উল্লেখযোগ্য, ভারতের যে তিন রাজ্যের গ্রামাঞ্চলে এখনও ঘরে ঘরে পানীয় জলের কল পৌঁছায়নি- তার মধ্যে রয়েছে অসম, লাদাখ এবং পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম এর বিভিন্ন গ্রাম এখনও জলসংকট সমস্যায় জর্জরিত।আর সেই কথা চিন্তা করেই বীরভূমের এই স্কুল যা করে দেখাচ্ছে জানলে অবাক হবেন আপনিও।
advertisement
advertisement
মূলত জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় বৃষ্টিপাতের জল সঞ্চয়ের জন্য এক বিশেষ ধরনের সেড তৈরি করা হয়েছে। স্কুল চত্ত্বরের বিভিন্ন ছাদে এই সেড তৈরি করা হয়েছে।যেখানে বৃষ্টিপাতের জল পরে সেই জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সিমেন্টের তৈরি করা একটি ড্যামে।তবে সেখানে পৌঁছে কী হচ্ছে! এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান সেই জল ড্যামে জমা হওয়ার পর জল পরিশুদ্ধ করার জন্য চারটি লেয়ার করা হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে নীচে রয়েছে ইটের বেদি, এরপর রয়েছে বড় নুড়ি ১০ (মি.মি), ছোট নুড়ি ৫ (মি.মি), সবচেয়ে উপরে রয়েছে বালি। এই পদ্ধতিতে জল পরিশুদ্ধ হয়ে সেই জল পৌঁছে যাচ্ছে জলের ট্যাংকারে। আর সেই জল ব্যবহার করা হচ্ছে স্কুলের বাগান পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন কাজে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: এভাবেও সংরক্ষণ করতে পারবেন বৃষ্টির জল,জানুন কীভাবে সম্ভব
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement