Purba Bardhaman News: উৎসবের নাম খাল-বিল...! কেন এই উদ্যোগ জানলে স্যালুট জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শুরু হল খাল বিল উৎসব, তবে কেবল খাল বিল নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠে পুলি ও প্রাণী পালনও
পূর্ব বর্ধমান: জলাশয় এবং খাল বিলের হারিয়ে যাওয়া চুনো মাছকে বাঁচাতে মন্ত্রীর অভিনব উদ্যোগ। রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হল মেলার উদ্বোধন। বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হল খাল বিল উৎসব। তবে কেবল খাল বিল নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠে পুলি ও প্রাণী পালনও। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। বিগত কয়েক বছরের মতো এবারেও নিয়ম করে মন্ত্রীর উদ্যোগে শুরু হল এই উৎসব।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাশদহ বিলের পাড়ে বসেছে এই মেলা।এই দিন এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মেলায় উপস্থিত হয়ে তিনি বলেন, “প্রত্যেক ব্লকে মাছ চাষের ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশি মানুষকে ট্রেনিং দেওয়া হবে। পুকুর থাকলে মাছ করে লাভ করা সম্ভব। শুধু জানতে হবে কোন জলে কখন কি মাছ চাষ করতে হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন রাজ্যের বর্তমান প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। চলতি বছর এই মেলায় চুনোমাছের সঙ্গে রয়েছে ভিন্ন স্বাদের পিঠে পুলিও। পিঠে পুলির দোকান ছাড়াও এই মেলায় রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। মন্ত্রী ও বিধায়ক ছাড়াও এই দিনের উৎসবে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী। আগামী দিনে এই উৎসবকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি, জেলার পর্যটন মানচিত্রে এই জায়গাটির গুরুত্ব বৃদ্ধিরও আশ্বাস দেন জেলাশাসক আয়েশা রানী। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখানে এসে সত্যিই খুবই ভাল লেগেছে। এক অন্যরকম মনোরম পরিবেশ রয়েছে এই জায়গায়। আগামী দিতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য ভাবনা চিন্তা করা হবে।”
advertisement
ডিসেম্বর মাসের ২৭ তারিখ অবধি এই মেলা চলবে। প্রসঙ্গত, এই এলাকায় প্রতি বছরই শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মেলে। যা দেখতে ছুটে আসেন অনেকেই। আর বর্তমানে এই খালবিল উৎসব দেখতে বাঁশদহ বিল এলাকায় নতুন করে শুরু হয়েছে মানুষের আনাগোনা। ২৫ তারিখ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মৎস মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস সহ আরও অনেকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: উৎসবের নাম খাল-বিল...! কেন এই উদ্যোগ জানলে স্যালুট জানাবেন