East Bardhaman News: ঝাঁকে ঝাঁকে আসছে ময়ূর! হাতের কাছেই থাকা এই জায়গা এখন হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
প্রতি বছর শীতের মরশুমে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই এলাকায়।
পূর্ব বর্ধমান, আউশগ্রাম: পূর্ব বর্ধমান জেলার একটি অন্যতম জায়গা হল আউশগ্রাম। জঙ্গলে ঘেরা এই আউশগ্রাম সত্যিই পর্যটকদের জন্য আদর্শ জায়গা। ইতিমধ্যেই শীতের শুরুতে আউশগ্রাম ঢুকলেই চোখে পড়বে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে পিকনিক। এছাড়া আউশগ্রামের ভালকিমাচানে পর্যটকরাও আসতে শুরু করেছেন।
সেরকমই আউশগ্রাম দুই নম্বর ব্লকের আকর্ষণীয় একটি জায়গা হল আদুরিয়া জঙ্গল। স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে, দেউলে পরীক্ষামূলক ভাবে কয়েকটি ময়ূর ছেড়েছিল বন দফতর। পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূর বংশবিস্তার করেই আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আর সেইমত আদুরিয়া জঙ্গলেও স্থানীয় বাসিন্দারা ময়ূর দেখতে পেয়েছেন বলে জানাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: রক্তে হিমোগ্লোবিন কম? এই পাঁচটি খাবার খান! শরীরে দ্রুত বাড়বে রক্ত, ভরসা দিচ্ছেন চিকিৎসকরা!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতি বছর শীতের মরশুমে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই এলাকায়। এক একটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৪০ টি ময়ূরের দেখা মেলে। ইতিমধ্যে বাইরে থেকেও অনেকেই আউশগ্রাম ঘুরতে এসে ময়ূর দেখার জন্য এই জায়গায় আসছেন। খোলা পরিবেশে প্রকৃতির মাঝেই দেখা মিলছে ময়ূরের। মাঝে মধ্যে লোকালয়ে সাধারণ মানুষের বাড়িতেও ময়ূর প্রবেশ করছে। স্থানীয়রাও এই কারণে অনেক খুশি হচ্ছেন।
advertisement
প্রেমগঞ্জ, কুনুর নদীর ধারে রাঙাখুলা, আদুরিয়া, হেদোগড়িয়া এলাকাগুলিতে সকাল ও বিকেল দু’বারই ময়ূরের দর্শন মিলছে। পর্যটকরা এসে ময়ূর দেখতে পেয়ে অনেকটাই আনন্দিত হচ্ছেন। সবমিলিয়ে ছুটির দিনে ঘুরে নেওয়া যেতে পারে পূর্ব বর্ধমানের এই জঙ্গল। প্রকৃতির মাঝে জঙ্গলে ময়ূর দেখে মুগ্ধ হবে মন। ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ এই জায়গা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ঝাঁকে ঝাঁকে আসছে ময়ূর! হাতের কাছেই থাকা এই জায়গা এখন হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ