Bardhaman news: বড়দিনে পিকনিকের মুডে বর্ধমান, চলল নৌকাবিহার থেকে খেলাধুলা
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bardhaman news: পিকনিকের মধ্য দিয়ে বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। শহরের পিকনিক স্পটগুলিতে ছিল উপচে পড়া ভিড়। সবাই যে যার মতো করে বড়দিনের আনন্দ উপভোগ করলেন।
বর্ধমান: পিকনিকের মধ্য দিয়ে বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। শহরের পিকনিক স্পটগুলিতে ছিল উপচে পড়া ভিড়। সবাই যে যার মতো করে বড়দিনের আনন্দ উপভোগ করলেন। দামোদরের তীরে অনেক স্পটেই এদিন পিকনিক পার্টির ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভিড় ছিল আউশগ্রামের জঙ্গল, পূর্বস্হলীর পিকনিক স্পটগুলিতেও।
হাড় কাঁপানো শীত ছিল না। তবুও যে শীত ছিল তা উপভোগ্য। সেই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে সকাল সকাল অনেকেই পৌঁছে গিয়েছিলেন বর্ধমানের পিকনিক স্পটগুলিতে। বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গেল বলাই যায়। এরপর রয়েছে বর্ষশেষ, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর পালা। ওই দিনগুলিতেও বরাবর ব্যাপক ভিড় দেখা যেতে পারে পিকনিক স্পটগুলিতে।
advertisement
advertisement
এদিন ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের সদরঘাটে দামোদরের চরে। দামোদরের বালিয়ারি চিকচিক করা জলকে সাক্ষী রেখে চলল চড়ুইভাতি। অনেককে দামোদরে নৌকোবিহার করতে দেখা গিয়েছে। রান্নাবান্নার সঙ্গেই চলেছে ব্যাডমিন্টন, ঘুড়ি ওড়ানো, নাচগান।
ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের ইদিলপুর, পাল্লা রোডে দামোদরের তীরে। অনেকেই আবার গিয়েছিলেন আউশগ্রামের জঙ্গলে। সেখানে ভালকিমাচানে ছিল উপচে পড়া ভিড়। জঙ্গলে ঘোরার পাশাপাশি অনেকে ঘুরে দেখেছেন ইছাই ঘোষের দেউল, বর্ধমান রাজার তৈরি জলটুঙ্গি। ওড়গ্রামের জঙ্গলেও ছিল পিকনিক পার্টির ভিড়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 12:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman news: বড়দিনে পিকনিকের মুডে বর্ধমান, চলল নৌকাবিহার থেকে খেলাধুলা